ভালবেসে কেঁদেছিলো যারা

ভালবেসে কেঁদেছিলো যারা

নিঃসঙ্গ রাত, তুমি নিছিদ্র
অন্ধকারের বুকে কুঁড়ে কুঁড়ে মরো,
আমি জ‍্যোৎস্না শতদল তোমার বিমূর্ত প্রেমে মুগ্ধ …
আমাকে যদি ভালবাসার প্রতিশ্রুতি দাও –
আমার অপরূপ সৌন্দর্যে তুমি জেগে ওঠবে,
সকল অন্ধকারের জট খুলে –
যেমন জেগেছে পৃথিবী !

তোমার প্রেমের চোরা কাঁটা বিঁধেছে
আমার এই বুকে, –
তুমি যত যায় বলো না কেন –
জ‍্যোৎস্না ছাড়া রাত্রি বেমানান;

এক মাত্র প্রেমেই তো …
অনেক অজানা হয়েছে জানা,
কত কত অচেনা হয়েছে চেনা
কত দূর হয়েছে কাছের,
কত পর হয়েছে আপন –
অর্থহীন ভালবাসা কখনোই ঠিকানা খোঁজে না …!

আজ ও রাত্রি হীন প্রতি মুহূর্ত আমার দিনের আলোর মত ফ্যাকাশে,
স্বপ্ন হীন বিবর্ণ লাগে –
ঘুম হীন আমার এ চোখ
প্রতি রাত্রি জেগে জেগে
কেবল তোমায় খোঁজে …
তুমি হয়তো অন্ধকারে ডুবে থেকে অভ্যস্ত হয়ে উঠেছো।

কিন্তু আমি ?
তুমি ছাড়া শূন্য —–
রাত জ‍্যোৎস্নাকে থামিয়ে দিয়ে বলল, আমি অরণ্য পৃথিবীকে ভালবাসি:
সেই সৃষ্টির শুরু থেকেই।
আমি একা, নিঃসঙ্গ নির্জনে
এই পৃথিবী আমাকে সঙ্গ দেয়,
অরণ্য পৃথিবী আমার প্রিয়:
তুমি চলে যাও –
জ‍্যোৎস্না চোখের জলে বুক ভাসিয়ে চলে গেল!

শিশির: আমার চোখের সবুজ পাতায় তোমার ওষ্ঠের ঘ্রাণ আমার ঘুম ভাঙ্গিয়েছে,
আমার হাতের মুঠোয় তোমার ছোট্ট শরীর উষ্ণতা ছড়িয়েছে –
ঘুমন্ত তুমি;

মুক্তার মত চিকচিকে তোমার মুখ
আমার সারা মন জুড়ে তোমার আবাদ,
উপচে পড় তুমি আমার বুকে –
আমি গোলাপ, তোমার প্রেমে মন পুড়িয়েছি !
অন্তহীন ভালবাসার পথে হেঁটেছি
শিশির সে তুমি: আমাকে ফিরিও না,
এতকাল পরে সত্যি যেন …

শিশির শূন্য হাতে গোলাপ কে ফিরিয়ে দিয়ে বলল,
ইশ্ মেয়ে ! করেছ কি ?
এভাবেই নিজেকে খুন করেছ রক্তের হৃদপিণ্ডে ?

আমি গভীর রাতে, সবুজ পাতা ভরে চিঠি লিখেছি দূর্বা ঘাসের কাছে:
ঘাস আমার অন্তঃপ্রাণ –
তুমি কি দেখনি, আমি ঘাস বুকে ঘুমিয়ে আছি
অনন্ত কাল:
আর কে হবে প্রিয় এমন ?

আমি জানি, সেই কবে মরে গেছে তোমার প্রেমের তাজা গোলাপ:
এখনো যেটুকু সতেজ আছ
আমার জন‍্য ….
তুমি চলে যাও গোলাপ,

আহত বুকে গোলাপ বলল, চলে যাব ?
আমি তোমার জন্য ব্যাবিলনের শূন্য অরণ্যে একমুঠো স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে আছি
অনন্ত কাল ;
হে শাশ্বত চির সুন্দর শিশির !
তোমার সকল স্তব্ধতা ভেঙ্গে
একবার হাতটা বাড়িয়ে দাও,
আমি ই –
আমি তোমার ভালবাসা হব
চিরদিন
চিরকালের,
গোলাপের আহ্বানে সাড়া মিলল না শিশিরের –
শূন্য মনে কাঁদতে কাঁদতেই গোলাপ চলে গেল !

আকাশ তোমার অপরূপ মুগ্ধতা,
আগলে রাখি চিরকাল বুকে,
তিলে তিলে তোমার এক সমুদ্র দুঃখ কষ্ট
ধুয়ে নিয়েছি আমার জলে:
তোমার আকাশের মেঘ কষ্ট দহনে বৃষ্টি হয়ে ঝরে
আমার বুকে –
আমি উত্তাল সমুদ্র তোমার বুকে,

সমুদ্র: নীল আকাশ ছোঁয়ার ব‍্যাকুলতা নিয়ে
হাত বাড়িয়ে দিল আকাশের কাছে,
নক্ষত্রের কান্নার শব্দের মত একটি একটি করে হলুদ দুঃখ দুপুর খসে গেল,
কত স্বপ্ন ডুবেছে সমুদ্র গভীরে;
কত মেঘলা বিকেল হারিয়ে গেছে
ওই নীল আকাশের মেঘের ভাঁজে,

সোনার কাঠি …
রুপোর কাঠি কই,
ও আকাশ …………………
নিশিরাতে তোমায় বুকে নিয়ে, একলা জেগে রই !

আকাশ তোমার মনটা দেবে ?
তোমায় আমি ভালবাসি ..
তোমায় আমি ভাসিয়ে নেব সাত সমুদ্র পাড়ে –
ঋদ্ধ ঠোঁটে আকাশ বলল,
আমি ভালবাসি….. ভালবাসি মৃত্তিকা মাটিকে।
মাটিবর্তী দিন ছাড়া আমার একটি মুহূর্ত কাটে না
ক্ষমা করো তুমি আমাকে,

বিরহ ব‍্যথায়, এক বুক হাহাকার নিয়ে
কান্নায় ভেঙ্গে পড়ল নীল সমুদ্র …!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২৫ টি মন্তব্য (লেখকের ১২টি) | ১৩ জন মন্তব্যকারী

  1. নাজমুন : ১০-০৪-২০১৯ | ১৯:৪৯ |

    আকাশের মন পাওয়া বড্ড ঝক্কির । সে যে বহু দুরের । দূর থেকেই ভালোবাসতে হবে । ভালো থাকবেন কবি । 

    GD Star Rating
    loading...
    • হাসনাহেনা রানু : ০৪-০৭-২০১৯ | ১৪:১৮ |

      নাজমুন আপা , অনেক দিন পর ব্লগে ফিরলাম।আপনি ঠিক বলেছেন।ঐ দূরের আকাশ অনেক প্রিয়। কিন্তু সে কোন কথাই শোনে না। শুভকামনা আপনার জন্য।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

      GD Star Rating
      loading...
  2. পথিক সুজন : ১০-০৪-২০১৯ | ১৯:৪৯ |

    অবাক হয়ে প্রতিটি পর্ব পড়ছিলাম আর ভাবছিলাম এতএত ব্যথা এত এত কষ্ট এত এত না পেয়ে চলে যাওয়া মানুষরায় বুঝি ভালো থাকে ।কবিতা মন ছুঁয়ে গেলো শ্রদ্ধেয় কবি। শুভেচ্ছা জানবেন।           

    GD Star Rating
    loading...
    • হাসনাহেনা রানু : ০৪-০৭-২০১৯ | ১৪:৩০ |

      মন্তব্য প্রকাশে খুশি হলাম কবি দাদা। আমার মনে হয় ওদের থেকে মানুষের কষ্ট আরও অনেক বেশি।ওরা কথা বলতে পারে না।আর মানুষ কত কিছুই না করে!

      শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

      GD Star Rating
      loading...
  3. রিয়া রিয়া : ১০-০৪-২০১৯ | ২০:০১ |

    কবিতাটি বেশ বড় হলেও পড়তে কিন্তু ভাল হয়েছে প্রিয় কবি রানু’দি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • হাসনাহেনা রানু : ০৪-০৭-২০১৯ | ১৪:৩৪ |

      আবার ফিরলাম আপনাদের মাঝে। রিয়া দি''ভাই , কেমন আছেন সবাইকে নিয়ে ? মন্তব্য পাঠে ভাল লাগল।

      GD Star Rating
      loading...
  4. মুরুব্বী : ১০-০৪-২০১৯ | ২০:১০ |

    কোথায় কোট করলে মন্তব্য সহজ হবে বুঝতে পারলাম না। মোট শব্দে বলি, কবিতা ভালো হয়েছে কবি হাসনাহেনা রানু। শুভ সন্ধ্যা। Smile

    GD Star Rating
    loading...
    • হাসনাহেনা রানু : ০৪-০৭-২০১৯ | ১৪:৩৯ |

      জ্বী ভাইয়া, আপনার মন্তব্য পাঠে অনুপ্রাণিত হলাম।

      ভাল থাকবেন সবসময়। শুভ দুপুর।

      GD Star Rating
      loading...
  5. সুমন আহমেদ : ১০-০৪-২০১৯ | ২০:২৪ |

    তুমি কি দেখনি আমি ঘাস বুকে ঘুমিয়ে আছি অনন্ত কাল :
    আর কে হবে প্রিয় এমন ?

    শুভেচ্ছা জানবেন।

    GD Star Rating
    loading...
    • হাসনাহেনা রানু : ০৪-০৭-২০১৯ | ১৪:৪২ |

      মন্তব্য পাঠে উৎসাহিত হলাম। অপার শুভেচ্ছা আপনার জন্য ও কবি সুমন আহমেদ।

      GD Star Rating
      loading...
  6. আলমগীর কবির : ১০-০৪-২০১৯ | ২০:৪৩ |

    কবিতাটা সুন্দর হয়েছে তবে বানানের প্রতি আরও যত্নশীল হওয়া উচিৎ। যদিও আমিও অনেক বানান ভুল করি। 

    GD Star Rating
    loading...
    • হাসনাহেনা রানু : ০৪-০৭-২০১৯ | ১৪:৪৬ |

      আপনার মন্তব্য পাঠে খুশি হলাম কবি আলমগীর কবির। বানানের ক্ষেত্রে আমি অনেক সতর্ক। তারপরও মাঝেমধ্যে ভুল হয়ে যায়। ধন্যবাদ।

      GD Star Rating
      loading...
  7. শাকিলা তুবা : ১০-০৪-২০১৯ | ২১:৫৬ |

    শুভেচ্ছা রানু আপা। 

    GD Star Rating
    loading...
    • হাসনাহেনা রানু : ০৪-০৭-২০১৯ | ১৬:৫০ |

      আবার ফিরলাম আপনাদের মাঝে আপা। আপনার জন্য ও অনেক শুভকামনা।

      GD Star Rating
      loading...
  8. নিতাই বাবু : ১০-০৪-২০১৯ | ২২:১৩ |

    তোমার প্রেমের চোরা কাঁটা বিঁধেছে
    আমার এই বুকে —-
    তুমি যত যায় বলো না কেন ——–
    জ‍্যোৎস্না ছাড়া রাত্রি বেমানান ;

    শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবি রানু দিদি।

    GD Star Rating
    loading...
    • হাসনাহেনা রানু : ০৪-০৭-২০১৯ | ১৬:৫২ |

      অনুপ্রাণিত হলাম কবি দাদা।শুভ কামনা।

      GD Star Rating
      loading...
  9. সৌমিত্র চক্রবর্তী : ১০-০৪-২০১৯ | ২২:২৪ |

    ভালবেসে কেঁদেছিলো কারা সেটা বুঝিনি তবে অনুভবের প্রকাশে কবিতা হয়েছে সত্য। Smile

    GD Star Rating
    loading...
    • হাসনাহেনা রানু : ০৪-০৭-২০১৯ | ১৬:৫৪ |

      জ্বী সৌমিত্র দাদা। শুভেচ্ছা নিন।

      GD Star Rating
      loading...
  10. অর্ক : ১১-০৪-২০১৯ | ০:০০ |

    ভালো লাগলো। শুভেচ্ছা রানু আপু। 

    GD Star Rating
    loading...
    • হাসনাহেনা রানু : ০৪-০৭-২০১৯ | ১৬:৫৫ |

      খুশি হলাম অর্ক দাদা। শুভকামনা আপনার জন্য।

      GD Star Rating
      loading...
  11. আবু সাঈদ আহমেদ : ০৩-০৭-২০১৯ | ২২:০৩ |

    হৃদয় থেকে নিঃসরিত শব্দ মালা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • হাসনাহেনা রানু : ০৪-০৭-২০১৯ | ১৬:৫৮ |

      ধন্যবাদ সহ শুভেচ্ছা নিন কবি সাঈদ আহমেদ।

      GD Star Rating
      loading...
  12. সাজিয়া আফরিন : ০৩-০৭-২০১৯ | ২২:৩৪ |

    অনেক সুন্দর কবিতা রানু আপা। Smile

    GD Star Rating
    loading...
    • হাসনাহেনা রানু : ০৪-০৭-২০১৯ | ১৭:০০ |

      হুম,আপা আবার এসে গেছি আপনাদের মাঝে। আপনার সুন্দর মন্তব্য পাঠে মুগ্ধ হলাম। শুভেচ্ছা নিন।

      GD Star Rating
      loading...
  13. আমার বুকের সবটা জুড়ে
    সারা জীবন থেকো,
    তোমার বুকের আপন করে
    জনম জনম রেখ। 
    তোমার পাশেই থাকব আমি 
    যাব না তো দূরে,
    ঝড় তুফান যতই আসুক 
    থাকব জীবন জুড়ে।

    GD Star Rating
    loading...