অগ্নি ঝরা মার্চ
২৬ মানেই বাংলার বুকে স্বাধীনতার অবাক সূর্যোদয়
পদ্মা মেঘনা যমুনার উত্তাল জলোচ্ছ্বাসে
এই কথাটি কেবল ভেসে বেড়াই –
তুমি অগ্নি ঝরা উত্তাল মার্চের ১ থেকে ৩১ দিন :
পাকিস্তানি হায়েনারা বাঙালির স্বপ্ন করেছিল লীন
বাংলার দামাল ছেলেরা থেমে থাকিনি সেদিন —
কামার, কুমার, জেলে তাঁতি, ছাত্র- শিক্ষক,
কুলি, মজুর দল মত নির্বিশেষে তুলে নিয়েছিল অস্ত্র হাতে –
চিরায়ত বাংলার পরাধীনতার লজ্জার গ্লানি মুছে দিতে ,
ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধ নামের মরণ সমুদ্রে …
২৫ মার্চের ভয়ঙ্কর সেই কালো রাতে
বাংলার আকাশ বাতাসে খুনের মহা সমুদ্র গিয়েছিল বয়ে …
অনেক ত্যাগের বিনিময়,
অগ্নি ঝরা মার্চ তুমি ছিনিয়ে এনেছিলে
বাংলার স্বাধীনতার লাল সবুজ পতাকা ;
অগ্নি ঝরা মার্চ তুমি চৈতালি দুপুরের খাঁ খাঁ রৌদ্দুর,
উত্তাল মার্চের প্রথম সূর্যোদয় ছিল অন্য রকম …
শেষ সূর্যোদয় ছিল বড় বেশি প্রাপ্তির …!
25.03.2019
loading...
loading...
উত্তাল মার্চের প্রথম সূর্যোদয় ছিল অন্য রকম …
শেষ সূর্যোদয় ছিল বড় বেশি প্রাপ্তির …!
loading...
অসংখ্য ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয় আজাদ ভাইয়া। শুভেচ্ছা নিরন্তর।
loading...
স্বাধীনতার কথাগুলো পড়তেই ভালো লাগে। লিখে যান অবিরাম কবি।
loading...
আমার ব্লগে স্বাগতম সহ ব্লগার কবি ফারুক মোহাম্মদ ওমর। ধন্যবাদ আপনাকে।জ্বী,চেষ্টা করবো।দোয়া করবেন।শুভেচ্ছা নিন।
loading...
স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য। মুক্তির জয় হোক।
loading...
জ্বী,কবি দাদা সৌমিত্র চক্রবর্তী,সঠিক বলেছেন।অনেক অনেক ধন্যবাদ আপনাকে দাদা।শুভ বিকেল।
loading...
বাংলাদেশ চিরজীবি হোক। প্রণাম কবি রানু দি।
loading...
আপনাকে অসংখ্য ধন্যবাদ কবি রিয়া দি''ভাই। সুন্দর মন্তব্য প্রকাশের জন্য। আমার প্রাণের বাংলাদেশের একজন হতে পেরে আমি গর্বিত।যে দেশের বীর সৈনিকেরা মার্তৃভাষার জন্য মুক্তিযুদ্ধে স্বাধীনতার জয় ছিনিয়ে এনেছিল। আপনাকে ও প্রণাম রিয়া দিদি।শুভ বিকেল।
loading...
সুমহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা কবি।
loading...
আপনাকে ও মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা কবি সুমন আহমেদ।শুভ বিকেল।
loading...
"কামার, কুমার, জেলে তাঁতি, ছাত্র- শিক্ষক,
কুলি, মজুর দল মত নির্বিশেষে তুলে নিয়েছিল অস্ত্র হাতে –"
loading...
অসংখ্য ধন্যবাদ কবি ভাইয়া মিড ডে ডেজারট।শুভেচ্ছা সতত।
loading...
সুন্দর রানু আপা।
loading...
আন্তরিক ধন্যবাদ কবি আপা শাকিলা তুবা।শুভ কামনা।
loading...
লেখাটা অসাধারণ ছিলো
loading...
আমার ব্লগে আপনাকে স্বাগতম নতুন কবি ভাইয়া। সুন্দর মন্তব্য প্রকাশে ভাল লাগল। ধন্যবাদ কবি।
loading...
রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি আমাদের দেশের স্বাধীনতা। শত শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। সুন্দর উপস্থাপনা। কাব্যশৈলীতে মুগ্ধ হলাম। সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
loading...