রাত জাগা বিষণ্ন প্রহরে
শহরের শেষ সীমানায় জল মেঘের খোলস ছিঁড়ে
বেরিয়ে এসেছিল কৃষ্ণচূড়া রং একটা বিকেল,
আজ বরং সেই বিকেলটা আমি তুলে রাখবো
কবিতার জন্য :
কিছু এলোমেলো শব্দ ছড়ানো ছিটানো ছিল
কিছু শব্দ বকুল তলায়,
কিছু কদম ডালে
কিছু কামিনী থোকায় মিশে ছিল ;
এলোমেলো রোদ শেষে আমি ছন্দ কুড়োতে ব্যস্ত
আমার এত আয়োজন শুধু এক কবিতার জন্য
সবুজ পাতা বাহার কবিতার বন্ধু পড়শি …
হঠাৎ বৃষ্টি পতনে পৃথিবী আহত হয়েছে –
আমি এখন কবিতার নীল ডায়েরি উল্টে পাল্টে দেখছি অনেক কিছু,
ডায়েরির পাতায় কবিতা আছে নতুন পুরোনো অনেক –
কবিতার ভাঁজে ভাঁজে শুকনো গোলাপ পাঁপড়ি,
কে বা কবে কেউ গোলাপ তুলে দিয়েছে আমার হাতে,
আজ আর আমার কিছুই মনে নেই
আমি গোলাপ পাঁপড়ি গুলো হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকি –
আমি ফিরে যাই এক, দুই, তিন, চার যুগ আগের দিন গুলোতে —
আমার কিছুই মনে পড়ে না,
একের পর এক দিনগুলো আমি দু’হাতে ভাঙ্গতে থাকি
শহর জুড়ে আমার আবছা দৃষ্টি
আমার কবিতার ডায়েরিতে তখন রাত গভীর হতে থাকে একটু একটু করে।
আমার দু’চোখ থেকে জল গড়িয়ে পড়ছে কবিতার পোড় খাওয়া বুকে –
শুকনো গোলাপ পাঁপড়ি গুলো ভিজে হলো সারা !
পাঁপড়ির ভাঁজে ভাঁজে তবে কি অনেক দুঃখ জমেছিল ?
যা আমি জানি না :
আমি কবিতার কাছে ফিরে আসি
গোলাপ পাঁপড়ি গুচ্ছ গুচ্ছ কবিতার শব্দের মত সতেজ আর জীবন্ত হয়ে উঠেছে,
বুঝলাম ক’ফোটা চোখের জলের কত শক্তি — — —
প্রতিদিন স্নিগ্ধ ভোরে নিয়ম করে
এই আমি একবার আমার লেখা কবিতা গুলো পড়ি …
আর শিশির স্নাত গোলাপ পাঁপড়ি গুলো
আমার কবিতার সবুজ চোখের পাতার ভাঁজে ভাঁজে,
ঠোঁটের কোণে মিষ্টি গোলাপ হাসির উচ্ছ্বাস লেগে আছে ….
সে হাসি দেখার মত !!
loading...
loading...
আমি একবার আমার লেখা কবিতা গুলো পড়ি …
আর শিশির স্নাত গোলাপ পাঁপড়ি গুলো
আমার কবিতার সবুজ চোখের পাতার ভাঁজে ভাঁজে,
ঠোঁটের কোণে মিষ্টি গোলাপ হাসির উচ্ছ্বাস লেগে আছে ….
সে হাসি দেখার মত !! ___ চমৎকার প্রিয় কবি হাসনাহেনা রানু।
loading...
সুন্দর মন্তব্যে উৎসাহিত হলাম প্রিয় কবি আজাদ ভাইয়া। কৃতজ্ঞতা জানবেন।শুভ কামনা আপনার জন্য।
loading...
চমৎকার সুন্দর উপস্থাপনা।
মুগ্ধতা রেখে গেলাম।
loading...
আপনি আমার ব্লগে নতুন। আপনাকে স্বাগতম কবি নূর ইমাম শেখ বাবু । সুন্দর মন্তব্যে ধন্যবাদ আপনাকে । শুভ কামনা।
loading...
আমিও আপনার কবিতার মতন আমার লেখাগুলো সময়সময় দেখি, পড়ি। কবিতায় অনেকের মনের ভাব প্রকাশ পেয়েছে। সত্যি চমৎকার !
loading...
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন কবি নিতাই বাবু।শুভ কামনা।
loading...
গোলাপ পাঁপড়ি গুচ্ছ গুচ্ছ কবিতার শব্দের মত সতেজ আর জীবন্ত হয়ে উঠেছে,
বুঝলাম ক’ফোটা চোখের জলের কত শক্তি। কবিতার প্রচ্ছদ আর কন্টেন্ট অসাধারণ বোন হাসনাহেনা রানু। শুভেচ্ছা।
loading...
আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম কবি দাদা সৌমিত্র চক্রবর্তী। শুভেচ্ছা নিন।
loading...
অনেক সুন্দর হয়েছে কবি রানু দি।
loading...
শুভেচ্ছা নিন কবি বন্ধু রিয়া দি'ভাই।ভাল থাকুন সবসময়।
loading...