কবিতা এখন
অনামী অাষাঢ়ে অাজ তিনদিন ধরে ঝর ঝর বৃষ্টি ঝরছে-
অামার প্রিয়-খুলনা শহর এখন
চোখ ধাঁধাঁনো এক হাঁটু জলের নদী হয়ে অাছে,
কবিতা শহরের বুকে জলের নদী হয়ে বইছে …
কবিতা এখন সন্ধ্যাকাশের আবির রঙের চিত্রকল্পে মন রাঙিয়েছে ভীষণ :
রংধনু মেঘের সবুজ শাড়ির অাঁচল ছুঁয়ে –
একটি দু’টি জোনাকি অালো ছড়িয়েছে –
শিউলি ফোঁটা গল্পের মত কবিতা রং ছড়িয়েছে
অচেনা পৃথিবীতে ;
কবিতা এখন সিম গাছের মাচায়-
কবিতা সজনে গাছ ভরা থোকা থোকা
সাদা ফুল-
কবিতা এখন শীতে পুঁইয়ের মাচার
রাঙা ফল ………..!
কবিতা পাহাড়ি জুম চাষ-
কবিতা ২১ শের বই মেলার শেষ বিকেল-
কবিতা হেমন্তের উঠোন জুড়ে ফুটে থাকা
থোকা থোকা সবুজ, হলুদ, নীল ঘাস ফুল-
কবিতা জ্যোৎসনার নীল শহর –
কবিতা শুকতারার দেশ –
কবিতা বৃক্ষলতায় বেড়ে ওঠা অরণ্য –
কবিতা একখণ্ড শ্রাবণকাশের তৃষ্ণার মেঘ।
কবিতা নক্ষত্র ফুলে ফুলে সাজানো নীল পৃথিবী-
কবিতা দেবদারু পাতায় লেগে থাকা একমুঠো হলুদ রৌদ্দুর-
কবিতা অালো-ছায়ার নীড়ে ডুবে থাকা
অরণ্যের অানাচ-কানাচ:
কবিতা একটি সুন্দর মন
একটি সাজানো স্বপ্ন-
কবিতা একটি সুন্দর মুখ-
কবিতা মেহেদী রাঙানো হাত ,
কবিতা অামলকির বন-
কবিতা গায়ের রাঙা বধূর গলার নেকলেস –
কবিতা পোড় খাওয়া হৃদয়ের শ্রাবণ মেঘে ভিজে যাওয়া চোখের পাতা-
কবিতা অরণ্যে বেড়ে ওঠা একগুচ্ছ স্বপ্ন কুসুম ——–
কবিতা ভালবাসার অাকুতি-
কবিতা কারও স্পর্শ –
কবিতা সবুজ বিশ্বাসের শেকড় –
কবিতা বিমুগ্ধ প্রেমিকের দু’টুকরো ঠোঁট-
কবিতা শিল্পবোধ,
কবিতা ভাললাগা এক চিলতে চাহনি-
কবিতা দূর দেশের ঢেউয়ের সমুদ্র :
কবিতা প্রকৃতির বুকে এক ফাঁলি সবুজ দৃশ্যাবলী –
কবিতা প্রিয়তমার চোখের কান্না-
কবিতা সমুদ্রের বুকে ডুবে যাওয়া বেলা –
কবিতা দূর পাহাড়ে জলমেঘে বৃষ্টির ধারা-
কবিতা সীমাহীন অাকাশে রংধনু পাড়ে
নীল নক্সা-
কবিতা এখন রোমান্টিক কবিতার মত…….
26.02.2019
loading...
loading...
কবিতার গড়ন কবিতা দিয়ে গড়ে উঠেছে। অসাধারণ আপনার সৃষ্টি। অভিনন্দন কবি।
loading...
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয় কবি আজাদ ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া । শুভেচ্ছা
প্রতিনিয়ত।
loading...
চমৎকার দিদি ভাই। দারুণ উপভোগ্য কবিতা বলতেই হবে।
প্রণাম।
loading...
আপনার মন্তব্যে উৎসাহিত হলাম প্রিয় কবি বন্ধু রিয়া দি'ভাই। আপনাকে ধন্যবাদ দিদি ভাই। শুভ কামনা আপনার জন্য।
loading...
কবিতা এখন সিম গাছের মাচায়-
কবিতা সজনে গাছ ভরা থোকা থোকা
সাদা ফুল-
কবিতা এখন শীতে পুঁইয়ের মাচার
রাঙা ফল ………..!
দারুণ কবিতা বোন হাসনাহেনা রানু।
loading...
মুগ্ধ হলাম কবি সৌমিত্র দাদা। শুভেচ্ছা নিন।
loading...