দীর্ঘতর জীবনের স্বপ্নভঙ্গ খোলস
থেকে বেরিয়ে এসে
বেছে নিয়েছি একটা সোজা পথ
ভেঙ্গে যেতে শিখিনি
মচকে যেতে শিখিনি
কখনো সাহস ধৈর্যচ্যুত হয়নি বিবেক আত্মার সমাধিলিপি ভেদ করে
অবশেষে পৌঁছে যায় জীবন;
হিসেবের খাতা খোলা রয়েছে সবার
সবাই চলছে
ছুটে চলছে
হিসাব কষছে

