এইতো আমি
অন্ধকারের অনন্ত সরোবর
থেকে জেগে ওঠা একখণ্ড সোনালী আলো।
কোন একদিন আমায় ছুঁয়ে যাবে
অপেক্ষার এই দৃষ্টিনন্দন দ্রাঘিমা পেরিয়ে
তুমি হয়তো দেখে নেবে আমায়।
এখন যেভাবে রয়েছে এই জল ছোঁয়া মাটি
বিস্তৃত এই সমুদ্রের জলসীমায়
কোন একদিন আবার ফিরে আসব
ফিরে আসবো অনন্ত স্বপ্নের জাল বুনে
হয়তো এখানে নেই ফসলের মাঠ
এখানে ঢেকে যাবে জীবনের গল্প গুলো
জন্ম থেকে জন্মান্তরের পথ ধরে …
যে জল ভেসে নিয়েছে আমায়
যে জল ভেসে নিয়েছে তোমায়
যে জল সাগরের বুকে চোখের কাজল মুছে দিয়ে
বেদনাত্মক জীবনের সূচনা করে।
তা একদিন গভীর ঘন মেঘ ফেরে ঢেকে দেবে তাঁর মুখ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
এইতো আমি,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
যে জল সাগরের বুকে চোখের কাজল মুছে দিয়ে
বেদনাত্মক জীবনের সূচনা করে।
তা একদিন গভীর ঘন মেঘ ফেরে ঢেকে দেবে তাঁর মুখ।
loading...