দিনে দিনে দিনগুলো মুছে দিক ঋণ ... শুভ জন্মদিন

3125

তোমার জীবনের
একটি অপরিহার্য এবং অপরিবর্তনীয়
অংশ বলেই এইদিনটি
কখনো ভুলে যেতে পারবোনা।

তাই নিজেকে
আবিষ্কার করা এই আমি,
হয়তো কোনদিন বলতে পারবোনা
সুদূরের ওই কিংবদন্তী পথে
আমাকেই সাথে নিও,

হয়তো জোরকরে
করবোনা কোন আবদার
বলবোনা চলো ঘুরে আসি
ওই গোলাপের বন।

হয়তো বিশেষ এই দিনটি
এসেছে বলেই আজ অভিব্যক্তিতে
দিলাম তোমায় অভিবাদন

এই দিনের
সত্যিকারের আশীর্বাদ হতে
পারলে হয়তো আর
প্রয়োজন হতোনা অন্যজনম।

হৃদয়ের গভীরে
অনেক উপলক্ষ আছে
যখন তোমার বন্ধুরা
তোমার কাছে যা বোঝায়
তা প্রকাশ করতে পারে

কিন্তু জেনে নিও
তাঁদের মতো গতানুগতিক
কেউ একজন নয়;

তবে তোমার জন্মদিনে
হাজারো প্রিয় মানুষের ভীড় ঠেলে
নিও সুদূর ওই পথের পারে থেকে
তোমারেই জানায় ভালবাসা

যেখানে জানার কিছু নেই
রয়েছে, অজানা সুখের বদলে উদ্বেগ,
তাইতো সুতোহীন এই বন্ধনকে
শক্তিশালী করতে পারে

তবুও এইদিনটি
হাজার বছর অপেক্ষা হোক উত্তম
আর দিনে দিনে দিনগুলো মুছে দিক ঋণ
শুভ জন্মদিন।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
দিনে দিনে দিনগুলো মুছে দিক ঋণ ... শুভ জন্মদিন, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১০-১১-২০২২ | ১২:২২ |

    হাজার বছর অপেক্ষা হোক উত্তম
    আর দিনে দিনে দিনগুলো মুছে দিক ঋণ শুভ জন্মদিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...