সংকটময় সময়

ঘরে নাই অন্ন,
ক্ষুধা নিবারনে জীবন প্রায় বিপন্ন!
কার কাছে চাহিব ভাত?
আমার যে করে লাজ।

নাই চাকরি, নাই তো বাকরি।
টাকা নাই, পয়সা কই পাই?
চাল নাই, ডাল নাই, নাই মশলা পাতি।
খাদ্যের অভাবে মরবে এই জাতি।

নাই, নাই, নাই।
আমার চাহিদার অন্ত নাই।
পূর্ণ করবার রাস্তা-বন্ধ।
খুলবার নাই, নাম-গন্ধ।

আমার খাবার কে দিবি?
আই ছুটে আই।
করে যা ক্ষুধা নিবারন,
দিয়ে যা প্রশান্তির মহা জাগরণ।

তবে, আজি এই সংকটে ধনীরাই আছে বেশ।
রাস্তার উলঙ্গ, পাগলেরা ও আজি পাচ্ছেনা খাদ্যের লেশ।

তবে আমার জীবন কেনো বিপন্ন?
জুটছে না দুমুঠো অন্ন।
চলছে জীবন ছুটন্ত।
বিশ্ব মানবতা কেনো ডুবন্ত?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৭-০৬-২০২০ | ২০:০৬ |

    'নাই, নাই, নাই।
    আমার চাহিদার অন্ত নাই।
    পূর্ণ করবার রাস্তা-বন্ধ।
    খুলবার নাই, নাম-গন্ধ। '

    একজাক্টলি ট্রু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ১৮-০৬-২০২০ | ০:১৭ |

    খুব চমৎকার  লেখা ।

    GD Star Rating
    loading...