একদিন ঝড় থেমে যাবে
সে তো আমরা সবাই জানি
কিন্তু তবুও তো
ঝড়ের প্রত্যাশা করি আমরা।
গরমে হাঁসফাঁস করা ক্লান্তিকর অবস্থা থেকে
মুক্তি পেতে – জীবনে তো একটা না একটা
কালবৈশাখী চাই।
সে ঝড় হোক না যতোই ‘ভয়ঙ্করী’
ঘন কালো মেঘে আকাশ না ছাইলে
বিদ্যুতে- বিদ্যুতে ঝলকানি না মেললে
সেটা
“নারী শরীরের প্রতি পুরুষের লোভ থাকে, সকলেই জানি। কিন্তু নারীদেরও পুরুষ শরীরে লোভ থাকে পুরো সমান-সমান। উভয়েই যখন উভয়ের পরিপূরক,
তাহলে এতো হ্যাংলামি কেন” ?
মুসাফির গৌতম
২৪/০৪/২২