দিনে দিনে এ করোনার এখন
আমাদের সাথেই উঠবস
রেখো মনে জোর
তবেই সে পালাবে
আর তুমি হবেনা সর্বনাশ।
পরীক্ষা যদি করো,জনে
জনে সব দেখবে পজিটিভ তবে
ভয় পাও কেন, আসলে তো জানো
রিপোর্ট টাই নেগেটিভ।
রিজেন্ট জেকেজি নাম না জানা
আরো কত কি, চিটার বাটপার
পকেট কাটায় বেশুমার।
ভালোবাসার কবিতা লিখে যাও তুমি
ভালোবাসা বিলিয়ে রও ভালো
প্রিয়ার মননে সুখে খুশি হও
ভালোবাসায় বাঁচো বারো মাস।
১৬ —০৭—২০২০
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আমরা সবাই যেন আমাদের প্রিয় মানুষদের মাঝে ভালোবাসা বিলিয়ে দেই।
loading...
হ্যাঁ, তাই এবার উনি বাটপার সাহেদ দাদা ধরা খেয়েছে। কবিতাও স্বার্থক হয়েছে।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।
loading...
দিনে দিনে এ করোনার এখন
আমাদের সাথেই উঠবস
রেখো মনে জোর
তবেই সে পালাবে
জি এটাই আসল কথা।
মনের জোর কোথায় পাব? সেখানেই আসে ভালোবাসার কথা।
ভালো লিখেছেন, ভালো লেগেছে।
loading...