কে ভেবেছিলো

কে ভেবেছিলো আকাশটা ঘুরে দাঁড়াবে না
মুষলধারের বৃষ্টিকে ভেদ করে
ঘনকালো মেঘকে উপেক্ষা করে
বিদ্যুতের ধারাপাত কিম্বা মুহুর্মুহু দৈত্যকার গর্জনে!
কে ভেবেছিলো আকাশটা ঘুরে দাঁড়াবে না।

কে ভেবেছিলো এই ধূসর মাটি ঘুরে দাঁড়াবে না?
রিখটার স্কেলে উপচে পড়া সাগরের জল
মাটিকে গিলতে চেয়েছিলো যেদিন
থরথর করে কাঁপাছিলো সমস্ত সভ্যতা
মানুষের সাধ্যমত বাড়ী ঘর , তখন কে ভেবেছিলো
এই ধূসর মাটি আর ঘুরে দাঁড়াবে না।

আকাশের তো আছে ঘুরে দাঁড়ানোর কঠিন বিশ্বাস
মাটির তো আছে পাহাড়ের মতো দৃঢ় স্থিরতা
তবু কে, কে ভেবেছিলো
এই ঝড়ো বাতাস ঘুরে দাঁড়াবে না
এই নদীমাতৃক স্রোত কূলে আসবে না
এই শুকনো অনাবাদী জমিনে আর ফসল ফলবে না।

এই শাষনতন্ত্রের বেসামাল আইন হাতে হাতে মৃত্যু পরোয়ানা
দু’হাতে সরিয়ে আজকের বর্তমান ভবিষ্যতে হাঁটবে না
কে ভেবেছিলো এই সভ্যতা, রাষ্ট্র, আমাদের স্বাধীনতা সম্ভ্রম,
মূল্যবোধের এজলাসে আর ঘুরে দাঁড়াবে না
বাংলাদেশ হাসবে না মুক্তির হাসি
জানি, আমি জানি একদিন এই মধ্যান্থের মলিন ফুল
ঘোমটা খুলে হাসবে সুন্দর সকালের হাসি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৯ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০১-১০-২০২০ | ২০:১১ |

    অসামান্য এবং অসাধারণ কবিতা। আবৃতি করার মতো দারুণ। Yes

    GD Star Rating
    loading...
  2. ফারুক মোহাম্মদ ওমর : ০১-১০-২০২০ | ২০:২০ |

    ধন্যবাদ। আমি আবার ফিরে এসেছি। মুরুব্বী আপনার জন্য শুভ কামনা রইলো।

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ০১-১০-২০২০ | ২২:১২ |

    খুব আকর্ষণীয় ও প্রাণবন্ত লেখা । 

    GD Star Rating
    loading...
  4. ফারুক মোহাম্মদ ওমর : ০১-১০-২০২০ | ২২:২৯ |

    ধন্যবাদ।।।

    GD Star Rating
    loading...
  5. মুরুব্বী : ০২-১০-২০২০ | ৯:৪৪ |

    স্বাগতম প্রিয় কবি। Smile

    GD Star Rating
    loading...
  6. রিয়া রিয়া : ০২-১০-২০২০ | ১১:৩২ |

    বাহ্ কী সুন্দর কবিতা উপহার। ভাল লাগলো দাদা।

    GD Star Rating
    loading...