চিবুকের কাছে ভীষণ অচেনা
এবং একা ঝুলে আছে এক বিস্ফোরক ছবি
যেন আমার সামনে উতপ্ত সেলফির
পদাঙ্ক অনুসরণ করছে এক ফলবতী নারী।
খোলস ছাড়ার অপেক্ষায়
পবিত্র হেফাজত কারীদের হ্যাশট্যাগে জেদ্দাডিসকো
নারীদের কদর্য ভাঁজের পেয়ালায়
ব্যালিড্যান্সের হিপহপ শিহরণে
পাগল করে দেয়া পুরুষের লালায়িত চোখ
বার ফুলে ওঠে ফুর্তির উচ্চারণ
হাজা আল লাইলু বারে হালাল
একশ পার্সেন্ট হালাল
একশ পার্সেন্ট হালাল নাইট ক্লাব।
আমার উতপ্ত আয়নায় কতিপয় খদ্দর
মুতা বিয়ের প্রস্তুতি নিচ্ছে
হালাল পতিতালয়ে বিচরণ করবে বলে,
আমি চিবুকের কাছে ভীষণ অচেনা এবং একা
এক নারীকে দেখলাম
স্বাধীনতার উত্তেজনায় জামা খুলে মারছে
পুরুষের নাকের ডগায়।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ডিজে আছে, হিপহপ আছে, ফ্লোর ডান্সও আছে; নেই শুধু মদ। নাচা গানা কি অবে হালাল!
ভন্ডামি আর কাহাকে বলে!!!
loading...
ভেলকিবাজি ওদের রক্তে মিশে গেছে। ধন্যবাদ।
loading...
একজন বললো, চলেন উমরাহ করে আসি।
আমি বললাম, হালাল নাইট ক্লাবে যাওয়ার ধান্দা।
( হালাল নাইট ক্লাব চালুর উদ্যোগের সংবাদে প্রাথমিক প্রতিক্রিয়া )
loading...
হা হা হা। উপযুক্ত কথা বলেছেন দাদা। এটাই শুরু আজকাল। বৃষ্টিময় শুভেচ্ছা।
loading...
বিষের বোতলে মধু লিখলে যেমন, মধু হয়না, তেমনি নাইট ক্লাবও কখনো হালাল হয়না।
loading...
নাইট ক্লাব হালাল হয় কি করে ? হালাল শব্দের অপপ্রয়োগ মনে হলো।
loading...
যেন আমার সামনেও উতপ্ত সেলফির পদাঙ্ক অনুসরণ করছে এক ফলবতী নারী।
loading...
নারীদের কদর্য ভাঁজের পেয়ালায় ব্যালিড্যান্সের হিপহপ শিহরণ। নিন্দা।
loading...
হালাল পতিতালয়।
loading...