চারিদিকে রাজনীতির গল্প,
জেতা হারা নিয়ে হচ্ছে যুক্তিতর্ক
ভোট দেওয়ার সংকল্প। চোখ ঝলসানো দেওয়াল লিখনে –
সব নেতাদের গুণকীর্তন,
জনগণ চিন্তিত ভোট দেবে কাকে
প্রার্থী হয়েছে নতুন প্রাক্তন। জনসভা জুড়ে প্রতিশ্রুতির বয়ানে –
কর্মীরা খুশিতে আপ্লুত,
প্রতিশ্রুতি নয় সব আসলে জুমলা
তবুও ভোট, বড়ই অদ্ভুত। পাড়ায়

