শঙ্খময় পৃথিবীর ছায়া

করোনা বলে আসলে বিশেষ কোনো বীজাণু নেই!
যা আছে, তা দীর্ঘঘুমের একটি বাহু মাত্র!
যে বাহু না থাকলে প্রেমিক তার প্রেমিকাকে
জড়িয়ে ধরতে পারে না। ফেরাতে পারে না বৈশাখি তাণ্ডব!

অগণিত মৃত্যুর ভার নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে যে পৃথিবী
আমার এখন আর তার দিকে তাকাবারও ইচ্ছে
করে না। বরং এই ফুলগুলোকে বলি-
তোমরা কবির দেহভস্মের ভালোবাসায় সিক্ত হও।
আজ ২১ এপ্রিল ২০২১ বুধবারের নিউইয়র্কের সকাল
হঠাৎ করেই শঙ্খসূর্য ভেদ করে যে দমকা ঝড়
নামিয়েছিল, তাকেই বরণ করো।
আর বিশ্বের তাবৎ কবিকূলকে বলো, এই মাটি থেকে
আজই মুছে গেছে একটি পদরেখা। কিন্তু অমর হয়েছে
কিছু কর্ম- কিছু যজ্ঞের মশাল।

ধ্যানে বসে যে ঋষি, মানবের জন্য প্রার্থনা করেন-
তার চেয়ে বড় পঙক্তিপিতা জগতে আর কে!
আর কার হাতে এর চেয়ে বেশি,
অংকিত হতে পারে স্রষ্টার নির্জন মুখ !

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৯-০৪-২০২২ | ১১:২২ |

    বিশ্বের তাবৎ কবিকূলকে বলো, এই মাটি থেকে
    আজই মুছে গেছে একটি পদরেখা। কিন্তু অমর হয়েছে
    কিছু কর্ম- কিছু যজ্ঞের মশাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...