আমার বুকের ভেতর জমে উঠছে বিজ্ঞান স্বীকৃত পরমাণুর ছাপ। তোমার
গ্রীবার তরল আলো, আর কথা বলার অজস্র ভঙ্গিমা- বেদনা হারিয়ে গেছে
সেই কবে, তা দেখে বুকের পাখিটাও উড়াতে চাইছে সাতরঙের রঙিন পাখনা।
আমার পাঠকক্ষে এভাবে প্রায়ই পঠিত হয় ভালোবাসার ভাষাবিজ্ঞান। প্রায়ই-
তোমার কেশবনের সংকলিত ঢেউ উড়িয়ে নেয় আমাকেও, শব্দেরা ফানুস উড়িয়ে
পালন করে বর্ণউৎসব। কালের মেঘ, ঝরবে বলে কথা দিয়েও-উড়ে অন্য আকাশে।
আমি এখন আর মেঘের প্রতীক্ষায় কাটাই না বিকেল। কিংবা পড়ন্ত সূর্যকেও
জানাই না বিদায়। কারণ জানি, তুমি চোখের অক্ষরে আমার জন্য সাজাও
যে ভোর- তার চেয়ে উৎকৃষ্ট কোনও ঘোর নেই। নেই কোনও উজ্জ্বল ছবিও।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
ভালোবাসার ভাষাবিজ্ঞান,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সমৃদ্ধ সৃজন
অসাধারণ বুনুন শ্রদ্ধেয়
loading...
তুমি চোখের অক্ষরে আমার জন্য সাজাও
যে ভোর- তার চেয়ে উৎকৃষ্ট কোনও ঘোর নেই। নেই কোনও উজ্জ্বল ছবিও।
loading...