আকাশে আকাশে মহড়া দিচ্ছে যুদ্ধবিমান।
টাইম স্কোয়ারে হাজারও মানুষের পাশে দাঁড়িয়ে
আমিও বলে এসেছি, যুদ্ধ নয় – শান্তি চাই
বলেছি, এই শীতার্ত দুপুরে যে মার্কিনী শিশু
ব্যানার হাতে এখানে এসেছে তার কথা পড়ুন
মাননীয় প্রেসিডেন্ট! বুঝতে চেষ্টা করুন
তার চোখের ভাষা।
.
যারা বিশ্বনীতির সর্দারি করেন, তারা আমার
মতো নিরীহ কবি’র কথা শুনবেন না জানি,
তবু আমি আমার চোখজোড়া’ কে সাক্ষী রেখে
সনাক্ত করি নিজের অশ্রু।
সিরিয়া,ইয়ামেন কিংবা কাশ্মীর থেকে-
সরিয়ে নিতে চাই দৃষ্টি!
অথবা ভারতের গ্রামে গ্রামে যারা হাত তুলে
করছেন রাজনৈতিক আগ্রাসনের প্রতিবাদ-
তাকাতে চাই না তাদের দিকেও!
কী হবে তাকিয়ে আর!
.
কাঁদি,কেঁপে উঠি। অষ্ট্রেলিয়ার ঘন বনাঞ্চলে
দীর্ঘ দাবদাহে পুড়ে ছাই হয়ে আছে যে প্রাণীগুলো
সেই ছবি দেখে আঁতকে উঠি!
যে উদ্ধারকারী পুড়ন্ত ক্যাঙ্গারুর গলায় ধরে
কাঁঁদছেন, আমি পরখ করতে চেষ্টা করি
তার মুখ!
.
কাঁদি আর ভাবি…
যে সভ্যতা প্রাণীকূলকে বাঁচাতে পারে না-
যে প্রযুক্তি নেভাতে পারে না অগ্নিগিরির আগুন
তার কাছে মানুষ কতটা নিরাপদ!
তার কাছে আমি কেন চাইবো
মানবসমাজের আমূল নিরাপত্তা!
√ # ☘️
loading...
loading...
খুবই সুন্দর প্রকাশ।
মুগ্ধতা রইলো।
loading...
বেশ মানবিক কবি দা
loading...
বেশ সুন্দর মানবিক কবি দা
loading...
শুভ কামনা জানিয়ে গেলাম প্রিয় কবি মি. ফকির ইলিয়াস।
loading...