ভেতরে শূন্যতা নিয়ে দোলে উঠে নদী। জোয়ার নেই,
তবু মুগ্ধ কোলাহলে কাছে টানে রাতের বিনয়, যারা
দূরে দাঁড়িয়ে দেখছিল – তারাও হাতিতালি দেয়।
আহা সভ্যতা! আহা নগ্নতার ভোর, তুমি কী দেখাচ্ছ
আদিমতার ছায়া!
ভাবতে ভাবতে ক্রমশ জেগে উঠে
রোদের দক্ষিণা,
মানুষের প্রতি হাত বাড়িয়ে দিতে দিতে
বলে- যে জীবন কাটাও তুমি
চুমু ও চিতায়, তার বাইরেও সময়ের
মঙ্গলজলে বাজে যে গান,
একটিবার করে দেখো তার সাথে ভাবের আদান।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
মঙ্গলজলের গান,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
চুমু ও চিতায়, তার বাইরেও সময়ের
মঙ্গলজলে বাজে যে গান,
একটিবার করে দেখো তার সাথে ভাবের আদান।
loading...
নান্দনিক শব্দমালায় একরাশ মুগ্ধতা ।
loading...