গতকাল গভীর রাতে স্বপ্নের মাঝে আমার,
আবার ফকির ওমর শাহ’র সাথে দেখা হয়ে যায়!
হাতে সেই লাঠি, পরনে সেই গেরুয়া কোর্তা,
মাথায় লাল পাগড়ি! কিছুটা ঝুঁকে থাকা বটবৃক্ষ
যেমন দাঁড়িয়ে থাকে-
ঠিক তেমনি তিনি দাঁড়িয়ে আছেন আমার সামনে!
খোলা মরুভূমি। কয়েকটা অর্ধ পোড়া গাছের শাখা
অনেক দিন থেকে হাওয়াহীন!
কেমন আছেন দাদাজান! বলেই আমি তাঁর পা-যুগল
জড়িয়ে ধরলাম। তিনি আমার মাথায় হাত বুলোলেন!
বললেন; আমি খুব ভালো আছি! খুব শান্তিতে আছি!
পরপারে মানুষ শান্তিতেই থাকে-
বলতে বলতে আমাকে তাঁর সাথে হাঁটতে ইঙ্গিত করলেন!
আমি তাঁকে অনুসরণ করলাম।
‘এই যে তোমরা মানুষ হত্যা করছো, এর পরিণতি কি-
তা কি তুমি জানো বৎস!’
আমি হতবাক হলাম! না- আমি তো একটি পাতাও
খুন করিনি দাদাজান!
তিনি আবার তাঁর নিজের হাতের লাঠি’টির দিকে তাকালেন।
বললেন, ”এই লাঠি দিয়েই আমি একদিন
‘হেজার বলা’ তাড়াতাম। কলেরা রোগ পালাতো আমাকে দেখলেই!
কিন্তু আজ তোমাদের সমাজ চিররুগ্ন! কলেরা মহামারী থেকেও
দাগী মহামারী আক্রান্ত! এই কোভিড-১৯ কেও তোমরা
ভয় করছ না! যদি করতে, তবে এভাবে নিরীহ মানুষ
হত্যা করতে না। এভাবে পুড়িয়ে দিতে না মানুষের ঘরবাড়ি!”
এবার আমি তাঁর দেখা দেয়ার মাজেজা বুঝলাম!
বললাম, আমাদের সমাজে এখন মানব-দৈত্য তাড়াবার
মানুষ নেই দাদাজান! বড় অসহায় আমরা আজ!
হনুমানের গদা চুরি করে যে দানব আমাদের পাড়া দিয়ে
হেঁটে যায়- তাকে আমরা কিছুই করতে পারি না!
যে তস্কর লুট করে জেলেপল্লীর নারীর হাতের বালা;
আমরা তার বিরুদ্ধে দাঁড়াতে পারি না!
তিনি আমার দিকে চোখ রাঙিয়ে তাকালেন!
ছি! বৎস ছি!
তোমাদের না মানুষ হবার কথা ছিল!
তোমরা না দাঁড়াবার কথা ছিল দীন-মানুষের পাশে!
আমি মাথা নত করলাম। দু’মুহুর্ত পর চোখ তুলেই
দেখি- তিনি আর আমার সামনে নেই!
তাঁর হাতের লাঠির ছায়াটি একাই দাঁড়িয়ে আছে
আমার ঠিক মুখোমুখি !
.
# নিউইয়র্ক / ২১ অক্টোবর ২০২১
loading...
loading...
অলীক নয় যেন … বাস্তবতারই সমিল উঠে এসেছে লিখাটিতে।
loading...
সবাই মিলেমিশে থাকতে চেষ্টা করাই মানবিকতা
loading...
সবাই ঈশ্বরের ইছারায় হয়ে থাকে কবি দা
চমৎকার লেখেছেন————–
loading...