করোনা বলে আসলে বিশেষ কোনো বীজাণু নেই!
যা আছে, তা দীর্ঘঘুমের একটি বাহু মাত্র!
যে বাহু না থাকলে প্রেমিক তার প্রেমিকাকে
জড়িয়ে ধরতে পারে না। ফেরাতে পারে না বৈশাখি তাণ্ডব!
.
অগণিত মৃত্যুর ভার নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে যে পৃথিবী
আমার এখন আর তার দিকে তাকাবারও ইচ্ছে
করে না। বরং এই ফুলগুলোকে বলি-
তোমরা কবির দেহভস্মের ভালোবাসায় সিক্ত হও।
আজ ২১ এপ্রিল ২০২১ বুধবারের নিউইয়র্কের সকাল
হঠাৎ করেই শঙ্খসূর্য ভেদ করে যে দমকা ঝড়
নামিয়েছিল, তাকেই বরণ করো।
আর বিশ্বের তাবৎ কবিকূলকে বলো, এই মাটি থেকে
আজই মুছে গেছে একটি পদরেখা। কিন্তু অমর হয়েছে
কিছু কর্ম- কিছু যজ্ঞের মশাল।
.
ধ্যানে বসে যে ঋষি, মানবের জন্য প্রার্থনা করেন-
তার চেয়ে বড় পঙক্তিপিতা জগতে আর কে!
আর কার হাতে এর চেয়ে বেশি,
অংকিত হতে পারে স্রষ্টার নির্জন মুখ !
.
#নিউইয়র্ক / ২১ এপ্রিল ২০২১, বুধবার
শঙ্খ প্রয়াণ দিবসে 🌹
loading...
loading...
অসাধারণ লেখা
loading...
আজ মুছে গেছে একটি পদরেখা। কিন্তু অমর হয়েছে
কিছু কর্ম- কিছু যজ্ঞের মশাল।
loading...