ভল্লুকের খেলা দেখাতে নগরে এসেছে
নতুন গাড়োয়ান। মাথায় পাগড়ি আর
শশ্রুমণ্ডিত আলখেল্লা দেখে পিছু ছুটছে
শিশুরা।
ঝুলোর ভেতর কি!
ঝুলোর ভেতর কি!
বলতে বলতে অনুসরণ করছে কয়েকটি
ভবঘুরে কুকুর।
.
একটি রুগ্ন বেড়াল বসে আছে পথে।
রাজাকারমুত্র গায়ে মেখে ঘাস খেতে
এসেছিল যে সদ্য-প্রবীণ ছাগল-
সে’ও মুখ লুকোচ্ছে ; নিজেকে আড়াল করে নিতে।
.
সার্কাস চলছে….
একটি টিকটিকি তাড়া করছে কাকগুলোকে।
গাড়োয়ান নিজেই বলছে আনমনে,
কে তোমায় ঈর্ষা করবে! তুমি তো বন্য সরীসৃপ
উৎসমূলে অন্ধকার ঢেলে,
. সাজো তস্কর,
. কেড়ে নাও মানুষের দ্বীপ।
.
√ নিউইয়র্ক, ০৬ জানুয়ারি ২০২১ বুধবার।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বাস্তবতা। বাস্তবতা এবং বাস্তবতা।
loading...
যথার্থ লিগেছেন
loading...