জানি অনেক কিছুই, শস্যমন্ত্র পাঠ করে অজানা রঙের মাঝে
হারাতে হারাতেই শিখে নিয়েছি পতঙ্গদের সুষম চাষবাস
সবুজ হেমন্তের পর আগত শীতের পাখিদের জ্যোতিপথ, – উড়ে
যাবার দৃশ্যাবলি।
প্রেমও নিগুঢ় পর্যটন চায়। আদরের সোনালিকণা, শিশিরের
স্পর্শ পেলে খুব সহজেই ঝরে প্রেমিকার করতলে।
আমরা তাকে বলি, মমতার আবছায়া।
আসলে সৃষ্টির সকল মাধ্যমে প্রেমের অধিক কিছু নেই। আজ
তোমার পাশ দিয়ে বয়ে যেতে দেখছো যে সিলিকন সমুদ্র, তা-ও
মানুষের গড়া। একদা শাহজাহানও গড়েছিলেন তার স্বপ্ন-সাধের
তাজমহল। মমতাজের প্রেমের মমি।
নির্মাণগুলোই ধাবমান স্মৃতি রেখে যায়। যুগে যুগে যারা নির্মাণে
ধাবিত হয়, শুধু তারাই জানে, জেগে ওঠা উন্মত্ত নগরে, এর আগেও
অনেকে শিখেছে লঘু সংগীতের রাগ-রাগিণী। মেঘমুদ্রায় লিখে
নিজেদের নাম রচে গেছে অবিরাম, রোদশস্য ছোঁয়ার কাহিনী ……..
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
লঘু সংগীতের রাগ-রাগিণী। কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।
loading...
প্রতিশ্রুতিশীল লেখা ।
loading...
গভীর ভাবনাময় কবি দা
loading...