আমার গান লেখার খাতায় লেগে আছে সেই শিশিরের ঘ্রাণ,
শীতে, হাতে তুলে দিয়ে তুমি বলেছিলে, রাখো যতনে
গ্রীষ্মে কাজে দেবে, যখন তৃষ্ণারা আসবে কাছে,
যখন একাকী দুপুর কোনো সাথী খুঁজে
এই পাবলিক লাইব্রেরীর বারান্দায় রেখে যাবে ছায়া।
আমি সমার্থক সন্ধ্যার কাছে ধার চেয়েছি আগুন
কৃষ্ণপক্ষের চাঁদ বশ্যতা মানবে না জেনেও,
বলেছি তোমায় ভালোবাসি আলো-
আমাকে উপহার দাও বনেদি পাতাগুচ্ছ, দাও
ধূসর ফুলকলি, আবার পাঠক হই। শব্দভাঁজে
যে উষ্ণতা থাকে তাকে পুনরায় বরণ করি।
সমার্থক সবুজেরা আমার ডাক শুনেছে,
যারা অপেক্ষায় থাকার কথা ছিল
তারা কেবলই এঁকেছে বিয়োগ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
"সমার্থক সন্ধ্যার ঘ্রাণ।" যারা অপেক্ষায় থাকার কথা ছিল; তারা কেবলই এঁকেছে বিয়োগ।" শুভেচ্ছা প্রিয় কবি ফকির ইলিয়াস ভাই। অনেকদিন পর আপনার লিখা।
loading...
সুনিপুণ প্রকাশ।
loading...
কেমন জানি এক রোসান্টিক মনে হচ্ছে কবি দা
loading...
শুধু সবুজেরা আমার ডাক শুনেছে,
loading...