ওরা

ওরা আমাকে খুব ইচ্ছে মতো পেটালো,
হাত পা বেধে, চোখে কালো পট্টি লাগিয়ে
এতটা প্রহার করলো,
আমি আর কিছুই বলতে পারলাম না।
.
‘ সমাজ পরিবর্তন চাও শ্লা.. ‘
এই চেচামেচি পর্যন্তই মনে ছিল আমার।
তারও আগে,
‘সমাজ কি তোর বাপের’ বলে কালো লাঠি
হাতে যে লোকটি আমার চোয়ালে প্রথম
আঘাত করেছিল,
তার মুখছবি মনে ভাসলো আবার।
.
‘সমাজ তো আমরাই চালাই’
‘আমরা যা বলবো তা’ই হবে’…
কথাগুলোও কানে বেজেছিল আমার।
.
আমি রক্তাক্ত নই। কোথাও ব্যথা নেই
আমার শরীরে। অথচ ওরা আমাকে পেটাচ্ছে..

আমি জানি সবসময় প্রতিবাদ করতে হয় না!
প্রতিবাদ করা যায়ও না,
শুধু তাকিয়ে থাকতে হয়।নির্বাক।নিথর।
.
আমি কতকাল চোখ বন্ধ করে আছি!
কতকাল আমি বুকে ধরে রেখেছি
প্রয়াত মায়ের মুখ!
ভাবতে চেষ্টা করি। কয়েকটি সমুদ্র দিয়ে
যে আমি মুছেছিলাম আমার দুই চোখ-
সেই আমি শুধু পাশ ফেরাই,
.
ওরা পেটাচ্ছে আমাকে,
পেটাচ্ছে…
আমি কাঁদছি না।
আমার মা আমাকে জীবনে
কাঁদতে বারণ করেছিলেন!

© নিউইয়র্ক / ২৭ জুন ২০১৯

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৮-০৬-২০১৯ | ৮:৫৫ |

    ‘সমাজ তো আমরাই চালাই’
    ‘আমরা যা বলবো তা’ই হবে’…
    কথাগুলোও কানে বেজেছিল আমার। … আমাদেরও। Frown

    GD Star Rating
    loading...
  2. সুমন আহমেদ : ২৮-০৬-২০১৯ | ১০:৪৩ |

    সমাজ পরিবর্তনে আপনার কবিতা বিবেকের ভূমিকায় আসুক। 

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ২৮-০৬-২০১৯ | ১১:১৮ |

    ‘সমাজ কি তোর বাপের’ বলে কালো লাঠি
    হাতে যে লোকটি আমার চোয়ালে প্রথম
    আঘাত করেছিল,
    তার মুখছবি মনে ভাসলো আবার। Frown

    GD Star Rating
    loading...
  4. সাজিয়া আফরিন : ২৮-০৬-২০১৯ | ১১:২৬ |

    Frown Frown

    GD Star Rating
    loading...
  5. রিয়া রিয়া : ২৮-০৬-২০১৯ | ১৪:৪৯ |

    সামাজিক বিবেক আমাদের জাগ্রত হোক প্রিয় কবি দা। 

    GD Star Rating
    loading...