হ্যান্ড

আপনারা হাত ভেতরে ঢুকিয়ে দিন।
আপাতত হাতগুলো বাসের ভেতরে রাখুন।
হ্যাঁ, হাত ভরে দিন বাস ড্রাইভারদের কলজের ভেতর।
সুযোগ পেলে-
হাত ঢুকিয়ে দিন বাস মালিকদের পাঁজরে..
যারা কিছুই শুনবে না, কিংবা যারা
থেঁতলে দিতে চাইবে রাজীবদের হাত,
তাদের হাত টেনে ধরুন। সম্ভব হলে
কান টেনে ধরে ম’লে দিন।
.
যেখানে কেউ কারো কথা শুনে না,
সেখানে খুব জোরে কথা বলতে হয়।
চিল্লাতে হয়।চেঁচিয়ে বলতে হয়-
‘এই যে শুনুন’..
‘থামুন,থামিয়ে দিন এই তাণ্ডব’
আজ আবার হাত হারিয়েছেন
গোপালগঞ্জ সদরের হৃদয় মিনার।
দুটি বাসের চিপায়, তার হাত খসে
পড়েছে মহাসড়কে।
.
কারা খেলছে এই হাত নিয়ে?
এবং কেন?
আমি এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই।
.
আমি জানি পৃথিবীতে হাত নিয়ে অনেক
কবিতা লেখা হয়েছে।
কেউ কেউ চুরি করেছে অন্যের হাত।
কেউ কেউ-
ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে
নিজের নামেই চালিয়ে দিয়েছে,
অন্যের হাত বিষয়ক কবিতা।
.
সেসব বিষয়ে আমি আপাতত আলোচনায়
যাবো না। আমি শুধু জানতে চাইবো-
আপনারা আর কতটা হাত হারালে,
আপনাদের হাতগুলো মুষ্টিবদ্ধ করতে পারবেন!
কবে আপনারা খুব জোরে চিল্লিয়ে
বলতে পারবেন-
‘এই! হ্যান্ডস আপ! ‘

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. সুমন আহমেদ : ১৯-০৪-২০১৯ | ১৬:১৭ |

    গুরুত্বপূর্ণ বার্তাবাহী একটি কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ১৯-০৪-২০১৯ | ১৮:১৯ |

    শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ১৯-০৪-২০১৯ | ২১:৫১ |

    কারা খেলছে এই হাত নিয়ে?
    এবং কেন?
    আমি এই প্রশ্নগুলোর উত্তর জানা খুব কঠিন কাজ নয়। সহজ। এবং জনেেও সবাই।

    GD Star Rating
    loading...
  4. শাকিলা তুবা : ১৯-০৪-২০১৯ | ২২:০৯ |

    শুভেচ্ছা। 

    GD Star Rating
    loading...
  5. রিয়া রিয়া : ১৯-০৪-২০১৯ | ২২:৫৮ |

    কিছু একটা করা দরকার। কিছু একটা হওয়া দরকার।

    GD Star Rating
    loading...