যে দৃশ্যগুলো ফিরিয়ে নিতে পারো
পোড়া কর্পুরের গন্ধ স্পর্শ করছে মমির শরীর,
ভাঙা কলমের নিব ছুঁতে পারছে না ভরা কালির দোয়াত,
অচেনা সাগর অথবা ভূতলে বিনা নোটিশে হারিয়ে গেল
২৩৯ জন যাত্রী সহ মালয়েশিয়ান এয়ারলাইনসের যে ফ্লাইট-
এমএইচ৩৭০,
আমার সামনে থেকে তুমি সেই দৃশ্যগুলো সরিয়ে নাও।
সরিয়ে নাও এই বসন্তে- হত্যাকারী কোকিলের ছবি,
যার গান গাইবার কথা ছিল- সে
হত্যা করেছে পুষ্প,পথ্য ও পরিবেশ।
সরিয়ে নিতে পারো আরও অনেক কিছুই। কাঁচা কমলালেবুর খোসার গন্ধ বুকে
নিয়ে যে শিশু যাপন করতে চেয়েছিল বিগত শীত- সরিয়ে নিতে পারো তার
পরাজয়ের কান্নাদৃশ্য। যে পাখিটি পরিযায়ী জীবন কাটাতে এসেছিল সাইবেরিয়া
থেকে- যে পাখি রসনা হয়েছে শিকারীর ভোজন তালিকায়, সরিয়ে নিতে পারো
তার পালকের জখমকল্প গুলোও।
আমি তোমাকে আপাতত সরিয়ে নিতে বলছি-
সূর্যের উপর থেকে তোমার ছায়া।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
যে পাখি রসনা হয়েছে শিকারীর ভোজন তালিকায়, সরিয়ে নিতে পারো
তার পালকের জখমকল্প গুলোও। ___ কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।
loading...
"সরিয়ে নাও এই বসন্তে- হত্যাকারী কোকিলের ছবি, যার গান গাইবার কথা ছিল- সে হত্যা করেছে পুষ্প,পথ্য ও পরিবেশ। সরিয়ে নিতে পারো আরও অনেক কিছুই। কাঁচা কমলালেবুর খোসার গন্ধ বুকে নিয়ে যে শিশু যাপন করতে চেয়েছিল বিগত শীত- সরিয়ে নিতে পারো তার পরাজয়ের কান্নাদৃশ্য।"
মন ছুঁয়ে গেল।
loading...
অসাধারণ লাগলো!
শুভকামনা রইল প্রিয় কবি দাদা।
loading...
শুভেচ্ছা কবি ইলিয়াস ভাই।
loading...
ভাল লাগা কবি দা।
loading...