পেনড্রাইভ
………………………………………………
জমা হয়ে আছে সূচালো দু’খের ধার। বরফে বিদ্ধ হচ্ছে
শীতের সূর্যকণা। কোথাও পুড়ছে জীবন- কোথাও
থেমে যাচ্ছে চুল্লীর আগুন, তা দেখে হাসছে চাঁদ, কাঁপছে
নক্ষত্রের সংসার।
.
চারপাশে ঝুলে থাকছে অনেকগুলো মহাকাল।
অনেকগুলো মৃত বসন্ত,
অনেকগুলো শাদা পাপড়ির কফিন
যারা বিদায়ী বর্ষাবরণে জলে নেমেছিল, কেবল
তারাই দেখছে এসব দৃশ্য। বাকী সবাই নজর রাখছে
তাসের পাতায়।
.
কয়েকটি বজ্রবিন্দু জমে আছে একটি ধাতুকুটুরিতে।
ক্রমশ উৎস খুঁজে দু’খীরা জয়ী হচ্ছে। আর সুখীরা
তাদের পরাজয়ক্রম সংরক্ষণ করছে দ্বিধার পেনড্রাইভে।
#
শীতের সন্ধ্যায়
………………………………………………
হামগুড়ি দেয়া সূর্যটা প্রচণ্ড শীত গায়ে নিয়ে ডুবে গেলো।
এই নিউইয়র্ক শহর তার হাত ধরে রেখেছিল সারাদিন-
বরফ পড়ে নি। তবু হাড় কাঁপানো বাষ্পের মাঝে
আমাদের নিঃশ্বাসগুলো বার বার হচ্ছিল দ্বিখণ্ডিত।
.
আমরা এর আগেও অনেকবার পড়েছি খণ্ডনকাব্য
এর আগেও, শীতের রাতে বিনিময় করেছি পাঁজর
তবু যেনো মনে হয়, এমন শীত আর আসেনি কখনও
এমন মিলনের গান গায় নি কোনোদিন
পরিযায়ী সবুজ দোয়েল।
#
loading...
loading...
শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।
loading...
দুটোই দারুণ লিখেছেন কবিবর। কাব্যিকতায় মুগ্ধ হলাম।
প্রিয়কবিকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!1
loading...
শুভেচ্ছা প্রিয় কবি দা।
loading...
অভিনন্দন কবি ইলিয়াস ভাই।
loading...