কোথায় দাঁড়াবে বাংলাদেশ
যারা একাত্তরে ধর্ষণ করেছে আমাদের বোন
যারা একাত্তরে জ্বালিয়েছে আমাদের স্বজনের ঘরবাড়ি
যারা আমাদের মায়ের রক্তাক্ত লাশের উপর করেছে উল্লাসনৃত্য
আজ তাদের অনুসারীরাই দেখাচ্ছে ফণা। তাদের উত্তরসূরীরাই
হয়তো একদিন বলবে এই গুলামও ভাষাসৈনিক ছিল
শহিদ মিনারে রাখতে হবে এরও মরদেহ-
এ- কেও দেখাতে হবে রাষ্ট্র্রীয় সম্মান !
কোথায় দাঁড়াবে বাংলাদেশ !
কোথায় দাঁড়াবে মুক্তিযোদ্ধার এতিম সন্তান !
কার হাতের দিকে তাকিয়ে থাকবেন সেই বীরাঙ্গনা-
যার এখনও নুন আনতে পান্তা ফুরোয়, মেঘনার জল
উত্তাল ঢেউয়ের সাথে মিশিয়ে নেয় তাঁর চোখের জল।
আমরা এমন কোনো সুশীল বাংলাদেশ চাইনি, যেখানে
বাচাল পাইকারেরা বিক্রি করবে তাদের মিথ্যা বয়ান,
কথামালার ভেতর বিষ ঢেলে দিয়ে বিভ্রান্ত করবে আমাদের
প্রজন্ম। কিংবা ‘এদেশে কোনো মুক্তিযুদ্ধ হয়নি- গণ্ডগোল হয়েছে’
বলে জারি করবে মিথ্যা ফতোয়া।
কোথায় দাঁড়াবে বাংলাদেশ !
যারা মানতে চাইছে না এদেশের সংবিধান। যারা বার বার
আত্মপ্রতারক হিসেবে নিজেদের ছায়া বিক্রি করছে,
তাদের পাশে ? না কি, এই লাল সবুজ পতাকার ছায়ায়-
যে পতাকা মোড়া শহিদস্মৃতি জড়িয়ে রেখেছে আমাদের মনের মিনার।
loading...
loading...
এই যদি হয় অবস্থা তাহলে এই প্রশ্নটাই কাঙ্খিত "কোথায় দাঁড়াবে বাংলাদেশ !"
loading...
প্রশ্ন কেন জানি প্রশ্নেই থেকে যায়।
loading...
'কোথায় দাঁড়াবে বাংলাদেশ !
কোথায় দাঁড়াবে মুক্তিযোদ্ধার এতিম সন্তান !
কার হাতের দিকে তাকিয়ে থাকবেন সেই বীরাঙ্গনা-
যার এখনও নুন আনতে পান্তা ফুরোয়, মেঘনার জল
উত্তাল ঢেউয়ের সাথে মিশিয়ে নেয় তাঁর চোখের জল।'
loading...
কোথায় দাঁড়াবে বাংলাদেশ !
যারা মানতে চাইছে না এদেশের সংবিধান। যারা বার বার
আত্মপ্রতারক হিসেবে নিজেদের ছায়া বিক্রি করছে,
তাদের পাশে ? না কি, এই লাল সবুজ পতাকার ছায়ায়-
যে পতাকা মোড়া শহিদস্মৃতি জড়িয়ে রেখেছে আমাদের মনের মিনার।
* সময়ের যথার্থ উচ্চারণ…


loading...