মূলত আত্মকাহিনি বলে কিছু নেই

মূলত আত্মকাহিনি বলে কিছু নেই

পিতা বলতেন, সব কথার জবাব দিতে নেই। আমি,
তারপরও কালো ছাতা টাঙিয়ে আটকে দিতাম
আষাঢ়ের ঝাপ্টা, হাতের লাল লাঠি দিয়ে, ঠেকাতে
চাইতাম সর্পের উদ্যত ফণা, শৃগালের মৌসুমি উৎপাত।

পিতা বলতেন, এঁকে রাখো সূর্যের ধৈর্যপেশী। এবং
লিখো জ্যোতির্ময় চন্দ্রের সবকটি প্রতিনাম।
তারপরও আমি আঁকাআঁকি ভুলে গিয়ে পাল্লা দিতাম
সুরমার ঢেউয়ের সাথে। আর যারা স্রোতের বিপরীতে
সাজাতো হিংসার সর্বনাম- তাদের জন্য ছিটাতাম করুণা।

আমি অনেক কিছুর সারসংক্ষেপই ক্ষমার খাতায়
লিখে রাখি না। বরং যে বাজপাখি লালচোখ দিয়ে
আমার দিকে তাকায়, আমি মাঝে মাঝে উপড়ে ফেলি
তার দৃষ্টি। যে ঝড় আত্মকাহিনি লিখতে জানে না,
আমি তার বুকেই পেতে দিই খড়শয্যা। তাকিয়ে দেখি-
আমাকে ছায়া দিয়েই উড়ে যাচ্ছে মেঘ,
আমাকে সিক্ত করেই ঝরছে, বৃষ্টিকাব্যের অগণিত পালক।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ০টি) | ৬ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০১-১০-২০১৮ | ৭:২৬ |

    সুন্দর লিখা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। শুভেচ্ছা জানবেন। শুভ দিন।

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ০১-১০-২০১৮ | ১২:৪৪ |

    আপনার কবিতা আমার কাছে সব সময়ই ভাল লাগে দাদা।

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ০১-১০-২০১৮ | ১৩:৪৩ |

    সুন্দর।

    GD Star Rating
    loading...
  4. সুমন আহমেদ : ১৭-০৬-২০১৯ | ১৩:১৯ |

    ধন্যবাদ ফকির ইলিয়াস ভাই। 

    GD Star Rating
    loading...
  5. রুকশানা হক : ১৭-০৬-২০১৯ | ১৮:৩৫ |

    "যে ঝড় আত্মকাহিনি লিখতে জানে না,
    আমি তার বুকেই পেতে দিই খড়শয্যা। তাকিয়ে দেখি-
    আমাকে ছায়া দিয়েই উড়ে যাচ্ছে মেঘ,
    আমাকে সিক্ত করেই ঝরছে, বৃষ্টিকাব্যের অগণিত পালক।"

     

    পরিচ্ছন্ন সুন্দর। শুভকামনা ।   

    GD Star Rating
    loading...
  6. শাকিলা তুবা : ১৭-০৬-২০১৯ | ১৯:৫৩ |

    শুভেচ্ছা জানবেন কবি। 

    GD Star Rating
    loading...