মানুষের দিকে তাকালেই

[ ১১ আগস্ট হুমায়ুন আজাদের মৃত্যুদিনে ]

মানুষের দিকে তাকালেই, আমার চোখের দিকে
উড়ে আসে একগুচ্ছ ছাই,
বৃক্ষের দিকে কান পাতলেই, বেজে উঠে
একটি পুরনো করাতের ক্রন্দন ধ্বনি-
আর নদীর দিকে!
না, কি দেখি তা আর বলা যাবে না।

বলতে পারছি না অনেক কিছুই,
দেখতে পাচ্ছি না কবি কিংবা চিত্রশিল্পীদের
মুখ। যারা বাঁশি বাজায়, কিংবা যারা একান্তই
একলা থাকতে ভালোবাসে, তাদের জন্য আমি
সাজাতে পারছি না গাঁদাফুলের হলুদ সৌরভ।

ঢাকার যে সড়কগুলোকে নিরাপদ করার জন্য
আজ সন্তানেরা আন্দোলন করছে-
তাদের মনে করিয়ে দিতে পারছি না, প্রজন্ম হে!
ভাবো – ‘আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে’

অনর্থক এই বেঁচে থাকা নিয়ে যে আমরা
ভুলে যাচ্ছি ক্ষোভ,
তারা কি কখনও পরখ করেছিলাম মোমবাতির
মন! জানতে চেয়েছিলাম লাইটভালবের
বিবর্তন ধারা!

আমাদের জনপদে সূর্যগুলো আলোহীন হয়ে পড়ছে,
এই দুঃখ-গল্প আর কাউকে বলতেও চাই না।
অনেক আগেই কমেছে আমাদের বক্তাসংখ্যা,
এখন আমরা একে একে গুনছি,
কমে যাওয়া স্রোতাসংখ্যার সর্বশেষ স্রোতগুলো।

______________________
√ নিউইয়র্ক @ ১১ আগস্ট ২০১৮

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৭ টি মন্তব্য (লেখকের ০টি) | ৭ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১২-০৮-২০১৮ | ৯:৫৯ |

    হুমায়ুন আজাদ। বিনম্র চিত্তে স্মরণ করি। সমকালীন লিখার জন্য ধন্যবাদ কবি।

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ১২-০৮-২০১৮ | ১৩:১২ |

    কবিতায় প্রাসঙ্গিক বাস্তবতার প্রকাশ।

    GD Star Rating
    loading...
  3. সাঈদ চৌধুরী : ১২-০৮-২০১৮ | ১৪:৫৬ |

    আমরা অনেক কিছুর পরও আবার মানিয়ে চলতে শিখে যাই ! কৃতজ্ঞতা সুন্দর লিখার জন্য । 

    GD Star Rating
    loading...
  4. রীতা রায় মিঠু : ১২-০৮-২০১৮ | ২১:৫৩ |

    মননশীল কবিতা।

    GD Star Rating
    loading...
  5. সৌমিত্র চক্রবর্তী : ১২-০৮-২০১৮ | ২২:২২ |

    কবি আপনাকে জানাই প্রণাম।

    GD Star Rating
    loading...
  6. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ১২-০৮-২০১৮ | ২৩:০১ |

    * আজাদ স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা…

    GD Star Rating
    loading...
  7. নিতাই বাবু : ১৩-০৮-২০১৮ | ১:৫২ |

    বাস্তবতার প্রকাশ । লেখককে অজস্র ধন্যবাদ ।

    GD Star Rating
    loading...