দুটি কবিতা ॥ ফকির ইলিয়াস

দুটি কবিতা ॥ ফকির ইলিয়াস

যা যা চোখে পড়ছে
………………………………
যা অবশিষ্ট থাকছে সবটুকু মেদ। পুষ্টিহীন পাঁজর কিংবা
ধ্যানহীন মুণ্ডুকে আমরা মেধাবী বলবো কী না –
তা বিবেচনা করছি পুনর্বার। দেখছি, আগেই যাদের
মুণ্ডুপাত ঘটেছে, তারা এখনও দখল করে রেখেছে
সংবাদের শিরোনাম। আর যারা জল তুলতে নদীঘাটে গিয়ে,
আর ফিরতে পারেনি- তাদের প্রতিই জগতের
সকল সমবেদনা…..

আমাদের অনেকেই জানি না দেনা ও বেদনার পার্থক্য।
যা কিছু চোখে পড়ে, তাকেই বলি বিচিত্র! অপূর্ব!
সবুজের অনুগামী ছিল যে পাতা, পাতার বুকে ডুবেছে
যে ক্লোরোফিল – তার কাছে যেতে ভয় হয় আমাদের।
চোখের চৌহদ্দি, এভাবেই হয়ে উঠে আমাদের সীমিত
পৃথিবী ও পরিপথ।

@

কেশবপুর
……………………
কালের কুশল জানতে চাই। বলি- এলোকেশী, কালোই তোমার দেশ !
না- বলে মুখ ফিরিয়ে নাও তুমি। বলো- চাঁদেই ছড়িয়ে দিতে চাই
এই ঘন অন্ধকার। আমি হেসে উঠি
চাঁদকেও চুল দিয়ে সাজানো যায়, তা আমার জানা ছিল না।

তবে এটা জানা ছিল,
কেশবপুর যাবার উদ্দেশে আমরা যে রাতে হাত ধরাধরি করে
ক্বীনব্রীজ পেরিয়েছিলাম, সে রাতে পুনর্বার ঝলসে উঠেছিল
সুরমা’র জল।আর নক্ষত্রগুলো ছুটেছিল আমাদের পিছু পিছু।

তবে কী প্রেমের কাছে হেরে যায় এই ভুলের বিদ্যুত
আর পথ এসে খুঁজে পথিকের নাম !
আহা ঝড়, আহা ফুলের নগর
এ শহরে আমিও একদিন পথিক ছিলাম।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৪-০৭-২০১৮ | ৮:২৫ |

    পরিচ্ছন্ন দুটি কবিতা। অভিনন্দন প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। শুভ সকাল।

    GD Star Rating
    loading...
  2. দাউদুল ইসলাম : ১৪-০৭-২০১৮ | ১২:০১ |

    অত্যন্ত সুনিপুন সৃষ্টি!
     আপনার  লিখা  দীর্ঘ সময় নিয়ে পড়ি আমি ।
    আজ আবারও পড়লাম …..মুগ্ধতা রাখছি ।

    GD Star Rating
    loading...
  3. ইলহাম : ১৪-০৭-২০১৮ | ১৩:৫০ |

    "আমাদের অনেকেই জানি না দেনা ও বেদনার পার্থক্য।
    যা কিছু চোখে পড়ে, তাকেই বলি বিচিত্র! অপূর্ব!"

    দুটি কবিতাই খুব ভাল লাগল তবে এই দুটি লাইন কোট না করে পারলাম না। দারুণ বলেছেন প্রিয় কবিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ১৪-০৭-২০১৮ | ২১:৩১ |

    শুভেচ্ছ নিন কবি দা।

    GD Star Rating
    loading...