হাতপকেট ♦

হাতপকেট ♦

তোমার হাত এত ছোটো কেন!
কিংবা তোমার পকেট,
নিজের হাতই ঢুকছে না তোমার
পকেটে, দেখেছ-
অথচ নিজেকে ভাবছো রকেট!
.
কাঁধে ঝুলিয়েছ যে ব্যাগ,
পরেছ যে লম্বা কুর্তা( মতান্তরে পাঞ্জাবী)
তা দেখে বালক-বালিকারা যে
হাসছে; দেখেছ-
আর কাকগুলো তোমার দিকে তাকিয়ে,
খাচ্ছে- খাবি!
.
এ কি কবি জীবন তোমার,
না কি শামুকের-
অথবা কচ্ছপ হয়ে এই যে আছ
কঙ্কাল কুড়াচ্ছ ঢের!
বিক্রি হয়েছ অনেক আগেই
মনে ও মনীষায়;
চোখগুলোকে বন্ধক রেখেই
কাটালে জীবন, হায়!

@
২৭ জুন ২০১৮/ নিউইয়র্ক।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. সাইদুর রহমান১ : ৩০-০৬-২০১৮ | ১১:১৪ |

    হাতপকেট নিয়েও এত সুন্দর কাব্য লিখা যায় যেখানে এত সুন্দর আত্মকথা থাকে? অবাক হলেও আনন্দের শেষ নেই। খুব ভাল লাগল মি. ফকির ইলিয়াস। আপনার লেখায় বাস্তবতায় খুজে পাওয়া যায়।শুভেচ্ছা নিবেন প্রিয় কবি।

    GD Star Rating
    loading...
  2. ইলহাম : ৩০-০৬-২০১৮ | ১৪:০৮ |

    একটি সচেতনা মূলক কবিতা বলে মনে হলো তবে দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন।

    ধন্যবাদ কবিকে।

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ৩০-০৬-২০১৮ | ১৪:২৩ |

    কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ০১-০৭-২০১৮ | ৮:৫৪ |

    ভাল লেখা পড়লাম কবি দা।

    GD Star Rating
    loading...