প্রদীপ ও প্রার্থনার গল্প

প্রদীপ ও প্রার্থনার গল্প

সকল প্রার্থনা, প্রদীপ হয়েই জ্বলবে জানি তোমার
চোখে। ফেরা হবে না তবু; সকালের সমগ্র বিশ্বাস
ছুঁয়ে যদিও বলেছিলে – শীঘ্রই হবে দেখা বৃষ্টিবিতানে।

মেঘেরা ফিরে যায় ঘরে। সূর্যপিতার আদেশ পেয়ে
রাতও বিছিয়ে দেয় তার নমস্য সুন্দর। আমি কিছু
পবিত্র পাপের আরাধনা সেরে আবার ঝড় গোনতে বসি।

আমার বসে থাকায় কারো কিছু যায় আসে না। কিংবা
দাঁড়িয়ে থাকলেও কেউ জানতে চায় না এর কারণ। এসব
রহস্যের চাঁদ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বেশ আগেই।

মানুষ ফেরায় মুখ। অথবা মুখ ঘুরে দাঁড়ায় ছায়ার বিপরীতে।
শুধু অখণ্ড থেকে যায় মানুষের রক্তশিল্প। আর ঘামঘোরে
যারা ডুবে থাকে, শুধু তারাই দেখে, এভাবেই মুগ্ধ প্রেমপতন!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৮-০৬-২০১৮ | ৯:২২ |

    প্রদীপ ও প্রার্থনার গল্প এ মুগ্ধতা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। শুভ সকাল।

    GD Star Rating
    loading...
  2. সাইদুর রহমান১ : ২৮-০৬-২০১৮ | ১৪:৪৩ |

    এই বিনয়ী প্রার্থনা অটুট থাকুক জীবনভর। যা আমাদের জীবন ও জগৎকে সমৃদ্ধ করবে।

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ২৮-০৬-২০১৮ | ১৯:১৫ |

    সুন্দর।

    GD Star Rating
    loading...