হিমসূর্যের পাশে
দাঁড়িয়ে আছি। দেখছি সূর্য। হিমের হলুদ রঙ। আর যারা
ভালোবাসবে বলে, খুঁজেছিল পাতার নিয়তি- দেখছি তাদের
আঙুলের উঠা-নামা। অন্যকে পথ দেখাবার কৌশল।
বরফে ঢাকা পথ। পথের সরু পাঁজর। গ্রোসারী শপ থেকে
বেরিয়ে আসা বালিকার তুষার-তুষার খেলা। স্নো-বল।
শাদা ধবধবে পৃথিবীর মুখ।
কেঁপে উঠছি। কাঁপছি বিশ্বের প্রথম পরিব্রাজকের মতো
আর প্রচণ্ড হিমসূর্যের দিন এসে আমাকেও
কানে কানে বলছে,
এসো ভুল করি। পথভুলে জলবৃক্ষের পাতাগুলো সাজাই….
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
হিমসূর্যের পাশে শাদা ধবধবে পৃথিবীর মুখ। … অসাধারণ কথা-কাব্য।
loading...
ভাল কবিতা।
loading...