রক্তমেঘতন্ত্রী বৃষ্টিলোকালয়
ফিরে এলো না অনেকেই। অনেকগুলো ঘর, পুরুষশূন্য
থেকে গেল। অনেকগুলো সংসার থেকে চিরতরে,
হারিয়ে গেল নারীর শাড়ীর আঁচল। কোর্তাবিহীন শিশু-
মা মা বলে কাঁদলো ডিসেম্বরের তীব্র শীতে। কেউ,
শুনতে চাইলো না সেই ডাক। ধীরে ধীরে পশ্চিমা ট্যাংকগুলো,
অতিক্রম করলো আমাদের গ্রামের পথ।
আমরা আকাশের দিকে তাকিয়ে থোকা থোকা
রক্তমেঘ দেখলাম। সুরমা নদীর শান্ত জলে,
শবগুচ্ছ দেখে বুঝলাম- এই মাটি আরও বহুকাল
খুব নীরবেই সইবে গণহত্যার লাল দাগ।
লোকালয়ে ফিরে এলেন না অনেক সূর্যসন্তান।
দল বেধে, অনেকগুলো পাখি বেদনার অশ্রু ঝরালো,
জি সি দেব – মুনীর চৌধুরীদের নামে।
ভাঁজ করা একটি পতাকা হাতে, যে মা সারারাত
পাহারারত ছিলেন-
তিনি তা তুলে দিতে চাইলেন, তাঁর যুদ্ধাহত সন্তানের হাতে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
'এই মাটি আরও বহুকাল
খুব নীরবেই সইবে গণহত্যার লাল দাগ।'
loading...
সহস্র বেদনাভরা বাংলাদেশের বিজয়ের পথ।
loading...
ভালো লাগল বিজয়ের কবিতা
loading...