ক্যাটায়ারের ক্যাটগুলো ♣

ক্যাটায়ারের ক্যাটগুলো ♣

দারোয়ানরা তাহার ঘাড় ধরিয়া বাহির করিয়া
দিতে দিতে বলিল, তুমি তাড়াতাড়ি চলিয়া যাও।
‘আই এম দ্যা গ্রেট, আই এম দ্যা গ্রেট বলিতে বলিতে
সে বাহির হইলো। এবং বলিল, তাহারা আমার হাতে
ধরে নাই। পিটাইতে পারিত। তাহাও করে নাই। বরং
সম্মানের সাথেই বাহির করিয়া দিয়াছে।

অথচ এই সিনারিও যাহারা দেখিল, তাহারা কেন
মৌন থাকিল- ইহা ভাবিতে ভাবিতে তাহার মনে
পড়িল, কতক বৎসর আগে তাহার গুরু লুঙ্গিবাবা’কেও
এই পানশালা হইতে অর্ধচন্দ্র দিয়া বাহির করিয়া
দেওয়া হইয়াছিল।

সে আরও বলিতে থাকিল, আমি তাহাকে ভয়
পাইয়াছি। তাই নাম বলিব না। মে বি আমি
তাহাদের চাইতে অধিক মেধাবী, তাই তাহারা
আমাকে সহ্য করিতে পারিতেছে না।
… তবে যাহারা দেখিল, তাহারা কেন কেউ
কিছু বলিল না। তাই আমি তাহাদিগকে
ব্লকিং করিতেছি। অন্য কোনো মদখানায় তাহাদের
সাথে দেখা হইলে হইতেও পারে!

তাহার পর সে ক্যাট ওয়াকের জন্য তৈরি হইতে
হইতে কহিল, তোমরা ইহার জন্য কেউ কোনো
দুঃখ করিও না। বন্ধুরা, ইহা কোনো স্যাটায়ারও
নয়। নয় কোনো সুবোধ কাহিনী।

আমরা যারা একসাথে ক্যাটায়ার করিতাম,
তাহাদের নীরবতা আমার মাথার উপর ভাঙিয়া
ফেলিয়াছে, কালিদাসের আকাশ।

আমরা হয়তো এখন হইতে পাশাপাশি টেবিলে
বসিয়াই সুরা পান করিব
কিন্তু কেহ আর কাহারো মুখের দিকে তাকাইব না!

@

৪ নভেম্বর ২০১৭
[ ** নোট- ইহা কোনোদিনই কোনো গ্রন্থভূক্ত হইবে না। তাই যে কেউ চাহিলে কপিপেস্ট, নকল, ভাবানুবাদ, রূপান্তর করিয়া নিজের নামে চালাইয়া দিতে পারেন। তাহাতে মূল চিঁন্তক/অলেখকের কোনো দাবি+দাওয়া থাকিবে না। **]

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
ক্যাটায়ারের ক্যাটগুলো ♣, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৫-১১-২০১৭ | ২০:৫০ |

    ইন্টারেস্টিং লিখা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ০৫-১১-২০২১ | ১৮:৫৩ |

    অসাধারণ সৃজন
    বেশ ভালো লাগলে পাঠে
    ভালোবাসা রইল একরাশ প্রিয়জন।

    GD Star Rating
    loading...