তিনটি কবিতা []

তিনটি কবিতা []
……………………………………………………
জলহাড়, হাড়ের ভ্রমণ

স্থির দাঁড়িয়ে জলশব্দের ধ্যান দেখি
আমি সাধক নই,
নেই আমার সাধন-ভজন ও
তবু মায়াবি চান্দের ছায়া আমাকে বলে যায়
সাগরও পুড়ে, পুড়ে নগর
অক্ষত থাকে জলহাড়, হাড়ের ভ্রমণ।

সেই হাড়ে জমে যে ক্ষরণ
প্রেমিক-প্রেমিকা তার হিম ছুঁয়ে ছুঁয়ে
সেরে নেয় প্রতীক্ষার সব জলবরণ।

মেমোরি ও মনকানা

জানার আগ্রহ সাগরে ভেসে যায়। ভাসে ধূলিকণা
আমারও ভাসার কথা ছিল।
পারিনি,ওজন কম বলে আমাকে রিক্রুট করেনি
বনের হাওয়া, ঝড়ের গতি আর সমুদ্র সময়।

আমি মনকানার হাটে হারিয়েছিলাম আমার
যে মেমোরিলিপি, আজ তা আবার খুঁজে দেখি
পাই না কিছুই। যে হাড় আমার ছিল
যে মজ্জা ছিল কালের অনাগত আলো
তাকেও মলিন দেখে বাড়ে ভয়,
স্মৃতি নেই, মন নেই
তবু আয়ুর আকাংখায় ভোরবিলাস সাজাই।
বনের লতাকে বলি
তুমিই না হয় ধারন করো আমার,
তারুণ্য।

নবম প্রবর

পথ’কে আগলে রেখেছেন পৃথক ঈশ্বর
আমি কাছে যেতে চাই
একটা নদী হয়ে, একটা গোলাপ হয়ে
যে মাটি আমাকে সাজায় ,তার প্রতিমূর্তি হাতে
হয়ে কোনো নবম প্রবর।

হতে চাই ছায়াসাথী, পাহারাদার জলের
আর কোনও খ্যাতি নেই
জেনে যে পাখি- ঝাড়ে তার পালক
আমি সেই পালকশিখায়,
ভালোবাসা রেখে যাই, কয়েকটি হেমন্তফুলের।

রেখে যাই দ্যুতি আর দম
তুমি তার ছায়া হয়ে এঁকে যেও রাগিনী সপ্তম…

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৩-১১-২০১৭ | ২১:১০ |

    তিন তিনটি অসাধারণ কবিতা উপহারের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ইলিয়াস ভাই।

    GD Star Rating
    loading...
  2. দাউদুল ইসলাম : ০৪-১১-২০১৭ | ১৯:১১ |

    অপূর্ব তিন!
      মুগ্ধতা রইল শ্রদ্ধেয় কবি। শুভ সন্ধ্যা

    GD Star Rating
    loading...