বাউল গান: প্রেম যাচিলাম দ্বারে দ্বারে
প্রেম যাচিলাম দ্বারে দ্বারে , খরিদ কেউ করলো না গো সখি
দুঃখ গেলো না।
মনের মতো মানুষ গো সখি ভবে পাইলাম না।।
১
যারে ভাবলাম আপন বলে
প্রাণ সঁপিলাম চরণতলে
সে করলো ছলনা ……
সরলে মিশাইলো গরল, আর ফিরে চাইলো না।।
২
দস্তা তামা আর পিতল
দেখতে একই প্রকার সকল
ভেবে দেখলাম না…..
পিতলকেই করিলাম বরণ, জানিয়া আকবরী সোনা।।
৩
জগতে রহিল খুঁটা ,
হইলাম সমাজে কুলটা
সইতে পারি না…….
বাঁকা চোখে সবাই তাকায়, প্রেমের দাম দিলো না।।
৪
মন মানুষের অন্বেষণে
ফকির ইলিয়াস ঘুরছে বনে
হইয়া ফানা……
পাইলে বন্ধু প্রেম সঁপিব, মানিব না কোনো মানা।।
_______________________
(বাউলের আর্তনাদ – গান নম্বর : ৩৪)
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অসাধারণ গীতিকাব্য উপহার। প্রিয় শুভেচ্ছা প্রিয় ইলিয়াস ভাই।
loading...
দস্তা তামা আর পিতল
দেখতে একই প্রকার সকল ।
// অসাধারন বাউল গান নাগরিক কবির লিখায় । কবির বাউল সত্ত্বা এখানে অসাধারন লোকজ গানের ভাবধারায় ধরা দিয়েছে । একটা তথ্য শেয়ার করার জন্য বলাঃ দস্তা শ্বেত বর্ণ আর তামা পিতল সোনালি বর্ণের হয়।
loading...