বৃষ্টির ক্ষোভের সাথে বইছে যে তুমুল হাওয়া-
তোমরা তাকে বলছো ঝড়। যা কিছু উড়ে যাচ্ছে, কিংবা
যা কিছু পড়ে থাকছে পথে, তার মাঝেই তোমরা খুঁজে নিচ্ছো
নিজেদের স্মৃতি, অতীত আর ভবিষ্যতের বাসন্তিক শিশির।
পৃথিবীতে কিছু আলো সব সময়ই অবশিষ্ট থাকে। কিছু
প্রেম, সাজানো থেকে যায় জোনাকিদের ঘরের ভেতর।
ভরা আষাঢ়ে, নদীগুলো ঢেউয়ের সাথেই করে যায়
ভাব বিনিময়, উত্থানের অনাদি বায়না।
মানুষ স্মৃতিবৃষ্টিতে ভিজে যেতে চায় বলেই বার বার
ভালোবাসে ঘোরের জোনাকি,
কিছু গল্প মুছে দেয়- কিছু ঝড় লুকিয়ে রেখে
খাঁচায় পোষে, একটি টিয়ে পাখি।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবিতার জন্য শুভেচ্ছা ধন্যবাদ প্রিয় ইলিয়াস ভাই। শুভদিন।
loading...