সবাই জেগে থাকতে পারে না। কেউ কেউ আয়ু পাহারা
দেয়। কেউ কেউ হাতঘড়ির কাটার মতো,ঘুরে পৃথিবীর
উত্তর প্রান্তে – যেখানে কেবলই ঢেউ, কেবলই ধূসর।
যারা ঘুমায়, তারা ভালো থাকে অবশেষে। না দেখার
সাম্রাজ্যে সেতু বানাতে বানাতে, অন্যকে পার করার
তাড়না অনুভব করে না। অথবা ধার ধারে না হিসেবের।
জীবনের আদি হিসেবের নাম অর্থ। কানাকড়ির সংসার।
যারা ফেরার সেজে, এই সংসার ছেড়ে যায়-
তাদের বেদনা লিখে রাখে না কোনো প্রেমের খাতা
আর প্রতিটি নিশ্বাস জানে,
আকাশের স্তরে স্তরে জমে থাকে কেমন হলুদ শূন্যতা..
_________________
* ১ মে ২০১৭/ নিউইয়র্ক *
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আরেকটি মে দিবসের কবিতা পড়লাম। শুভেচ্ছা রইলো প্রিয় ইলিয়াস ভাই।
loading...