মেঘপালিত প্রণয়

গর্জে ওঠা ভোরের সহযাত্রী ছিলে বলে
তোমাকে ডেকেছিলাম- বজ্রসহচরী,
বিজলী হয়ে দেখিয়েছিলে চমক-
তাই নাম দিয়েছিলাম ঝড়বাতি,
পাপড়িবিহীন জলফোঁটাকে হাতের তালুতে
সংরক্ষণ করে
গড়তে চেয়েছিলাম বাষ্পশহর।

যে শহরে কান্নাও ছড়াবে উষ্ণতা
যে গৃহে রাত্রিকে ভেদ করে উড়বে চন্দ্রলোবান।

কিছু ধূসর ধোঁয়া আমাদের প্রেমপদ্য শোনাবে বলে
হতে চেয়েছিল গৃহ-অতিথি,
কয়েকটি পাখি বিনীত শরতসন্ধ্যা ছেড়ে
আমাদের চোখের দিকে তাকিয়ে
দেখিয়েছিল মেঘপালিত প্রণয়।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০২-০২-২০১৭ | ৯:২২ |

    কবিতার জন্য ধন্যবাদ প্রিয় ইলিয়াস ভাই। শুভেচ্ছা জানবেন।

    GD Star Rating
    loading...
  2. মামুন : ০২-০২-২০১৭ | ১৯:৫৩ |

    কিছু ধূসর ধোঁয়া আমাদের প্রেমপদ্য শোনাবে বলে
    হতে চেয়েছিল গৃহ-অতিথি,
    কয়েকটি পাখি বিনীত শরতসন্ধ্যা ছেড়ে
    আমাদের চোখের দিকে তাকিয়ে
    দেখিয়েছিল মেঘপালিত প্রণয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...