..
কতটুকু ভালোবাসি তোমায়? থাম, এসো খুঁজে দেখি
ভালোবাসি তোমায় দৈর্ঘ্যে, গহীনে, উচ্চতায়।
থাকো যদি দৃষ্টি সীমা বাইরে তবু হৃদয়ে দাও উঁকি
তুমি সৌন্দর্যানুভূতিতে অস্তিত্বের শেষ সীমায়।
ভালোবাসি তোমায় নিত্যদিনের প্রত্যেকটি স্তরে স্তরে
যেমনি করে সূর্য আলো, জল-বায়ু ঘিরে থাকে জীবন
ভালোবাসি মুক্তভাবে, অধিকারের জন্যে যেমনি লড়ে
আমি ভালোবাসি শুদ্ধতায়, করে বর্জন মহিমাকীর্তন।
আমি ভালোবাসি তোমায় সমস্ত গহীন আবেগ দিয়ে
আমার সকল চিত্তক্ষোভ আর শৈশব নির্মল বিশ্বাসে
আমি ভালোবাসি তোমায়, সেই ভালোবাসা যেন হারিয়ে
খোঁজা চড়ুইভাতি সাথীর মত, ভালোবাসি প্রতি নিশ্বাসে
প্রতি কান্না হাসি এই জীবনে, এবং খোদা যদি চায়
মৃত্যুর পরে জেগে, কেবল তোমাকে যাব ভালোবেসে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ভালোবাসি প্রতি নিশ্বাসে প্রতি কান্না হাসি এই জীবনে…
এবং খোদা যদি চায় মৃত্যুর পরে জেগে, কেবল তোমাকে যাব ভালোবেসে।
loading...
loading...