কেউ বলে রমজানে শয়তান বন্দী, শয়তান বন্দী,
কেউ বলে শয়তান শিকলে বাঁধা, সারা মাসের জন্যে
অনেকে বলে গোলাপের সাথে তার হয়েছে সন্ধি
এখন নয়া রূপে উঠেছে জেগে, ইজরায়েলি সৈন্যে।
প্রতিদিন ঘরছাড়া, ধরে নিয়ে যায় যুবক পুরুষেরে
প্রতিদিন বাস্তুহারা, দিন দিন বেড়ে যায় মৃত্যু মিছিল
দখলদাররা ক্ষমতার শীর্ষে নাচায় বিশ্ব মোড়লেরে
মানবতা রুদ্ধশ্বাসে অসহায় আজকে, বেদনায় নীল।
তাদের অনেক বুদ্ধি টাকা, তাদের অনেক বুদ্ধি টাকা
তাদের অনেক বুদ্ধি টাকা, তারা কাজ করে মগজে
আমরা দুইটা পাথর ছুড়ি, ডাংগুলিতে মাটির চাকা
তাদের প্রতিরক্ষা, আমরা সন্ত্রাসী মিডিয়া কাগজে।
আমাদের তারা ছয় ফুট লম্বা, লম্বা টাকার বান্ডিল
সরাপ পিয়ে শুয়ে থাকে, বিছানায় যৌবতী তম্নী নারী
আবার যারা হাদিস মাখায় কুরান ভাতে, মারে ঢিল
আপন জাতে, চলছে লড়াই নিজের সাথে মনোহরী!
কেউ বলে রমজানে শয়তান বন্দী, শয়তান বন্দী,
কেউ বলে শয়তান শিকলে বাঁধা, সারা মাসের জন্যে
অনেকে বলে গোলাপের সাথে তার হয়েছে সন্ধি
এখন নয়া রূপে উঠেছে জেগে, ইজরায়েলি সৈন্যে।
গরু খাওয়া ও মুসলিম, গভীর দুধ খাও, হে মুসলিম
দুধু খাও, দুধু খাও, গাভীর দুধ খাও প্রত্যেহ সকালে
আপন পায়ে দাঁড়াও, মেরুদণ্ড সোজা কর এইদিন
এখন সময় এক জোট বাঁধার সব বিভেদ ভুলে।
কেউ বলে রমজানে শয়তান বন্দী, শয়তান বন্দী,
কেউ বলে শয়তান শিকলে বাঁধা, সারা মাসের জন্যে
অনেকে বলে গোলাপের সাথে তার হয়েছে সন্ধি
এখন পশুরূপে উঠেছে জেগে, ইজরায়েলি সৈন্যে।
loading...
loading...
Free Palestine
loading...
loading...
দখলদাররা ক্ষমতার শীর্ষে নাচায় বিশ্ব মোড়লেরে
মানবতা রুদ্ধশ্বাসে অসহায় আজকে, বেদনায় নীল।
দীর্ঘ কয়েক দশক ধরে ফিলিস্তিনে যা ঘটছে, তাকে কখনই সমর্থন করিনা।
loading...
প্রতিদিন ঘরছাড়া, ধরে নিয়ে যায় যুবক পুরুষেরে
প্রতিদিন বাস্তুহারা, দিন দিন বেড়ে যায় মৃত্যু মিছিল
দখলদাররা ক্ষমতার শীর্ষে নাচায় বিশ্ব মোড়লেরে
মানবতা রুদ্ধশ্বাসে অসহায় আজকে, বেদনায় নীল।
loading...