ব্যক্তিপুজা

আমার অনুকরণ করিও না।
হৃদয় আমার নানা ঘটনা প্রবাহে প্রভাবিত,
নিরপেক্ষ নয়।
আমিতো আমাকে চিনি,
মনোবিজ্ঞানীর মত শুনতে শিখেছি আমি।
গভীর ভালোবাসা নিয়ে কিছু বলি যখন,
তার উপর সামান্য বিশ্বাস রাখতে পার,
যেমন এখন বলছি।

এটা দুঃখজনক!
সারা জীবন আমার বুদ্ধিমত্তা,
ভাষার উপর আমার দখল,
আমার গভীর অন্তর্দৃষ্টি প্রশংসিত হয়েছে-
দিনশেষে এগুলো অপচয়।

কখনো নিজেকে দেখিনি।
সামনের পদক্ষেপের জন্য অপেক্ষা করেছি
হাত ধরে অগ্রজের, হিসাব করতে পারিনি,
তার হাতটা কতটুকু খোলা।

আমার নিজের পথে আমি যখন অদৃশ্য;
আমি বিপদজনক।
যারা আমার অন্ধ অনুসারী, মনে হবে তারা নিঃস্বার্থ।
আমরা উভয়ে পঙ্গু, মিথ্যবাদী।
সত্যের খাতিরে আমাদের আলাদা মত থাকা দরকার।

যখন সত্য উদয় হয় আমি স্থির হই।
একটা পরিষ্কার আকাশ, মেঘগুলো শুভ্র সাদা
নিচে ধুসর বাড়ি, চমৎকার ফুলে ঘেরা।

যদি তুমি সত্য জানতে চাও
তোমার অগ্রজকে দূরে ছুড়ে ফেলো।
আমি যখন এই আঘাতটা করতে পারি-
আমার গভীর ভাবনাগুলো বদলে যায়।

আমি পরিপূর্ণ বিশ্বস্ত নই।
তোলপাড় করা হৃদয়, পথকে বদলে দেয়।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৩-০৫-২০২১ | ১০:৪৪ |

    সুদীর্ঘ একটি কাল ধরে সাহিত্যে আপনার বিচরণ। তার জন্য রইলো বিশেষ অভিনন্দন কবি। আমি মনে করি, অন্তত আপনার লিখাকে যদি চোখের ফ্রেমে ফেলে বিনীত পাঠকের চোখ জোড়া মেলে দেয়া যায় … তাহলে এটা অনস্বীকার্য যে, আপনার লিখা সত্যিকারার্থেই পরিশীলিত এবং পরিচ্ছন্ন মাপের। সম্মান জানিয়ে গেলাম প্রিয় কবি। ভালো থাকুন https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • ফকির আবদুল মালেক : ২৩-০৫-২০২১ | ১৪:২৭ |

      আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।  

      আপনার সুস্থতা কামনা করি।  

      GD Star Rating
      loading...
  2. ফয়জুল মহী : ২৩-০৫-২০২১ | ১৫:৫৩ |

    Wonderful writen 

    GD Star Rating
    loading...