শুরুতে পেয়েছি ভয়, হৃদয় নির্মুল চিলতা
তুমি ছাড়া বাঁচা মনে হলো নিরেট বাতুলতা
বহু নির্ঘুম রাত কাটিয়েছি ভেবে-
অনেক করেছো প্রবঞ্চনা
নিজেকে দিয়েছি সান্ত্বনা
দূর হও, যাও সুদূরে, ফটকটা আছে খোলা
যেভাবে এসেছো সেভাবে, অনুভবে
তোমার জন্য হই না একটু উতলা-
তুমি চলে গেছো আমার জীবনাকাশ থেকে দূরে
দেখতে এসেছো মলিন মেঘ গাঁথা, চেহারা ঘিরে?
খুলে ফেলেছি সেই অবোধ বন্ধন,
হাতে নিয়াছি মুক্ত হবার চাবি
ছুড়ে ফেলেছি সমস্ত অপদস্থ ছবি
দূর হও, যাও সুদূরে, ফটকটা আছে খোলা
যেভাবে এসেছিলে সেভাবে, এখন
তোমার জন্য হই না একটু উতলা-
তুমি কি সে নও আঘাতে দিয়েছিলে বিদায়?
ভেবেছিলে আমি মুছে যাব আত্মহত্যায়?
ভেবছিলে চূর্ণবিচূর্ণ হয়ে যাব?
জেনেছি কিভাবে ভালোবাসতে হয়,
জেনেছি কিভাবে ভালোবাসা পেতে হয়
দূর হও, যাও সুদূরে, ফটকটা আছে খোলা
যেভাবে এসেছিলে সেভাবে, চলব
তোমার জন্য না হয়ে একটু উতলা-
সমস্ত শক্তি দিয়ে নিজেকে ধরে রাখি
ভাঙা হৃদয়ের টুকরোগুলো একত্রে জুড়তে থাকি
দুঃখের সাগর উড়িয়েছি কান্নার বাষ্পে
সব ছেড়ে দাঁড়িয়েছি উচ্চশিরে
যে ভালেবাসে নিজেকে সঁপেছি তাহারে
দূর হও, যাও সুদূরে, ফটকটা আছে খোলা
যেভাবে এসেছো সেভাবে, অনুভবে
তোমার জন্য হই না একটু উতলা-
loading...
loading...
অসাধারণ! ভীষণ ভালো লাগলো।
loading...
ধন্যবাদ আপনাকে।
loading...
কবিতাটি পড়লে খুব ভালো ভাবেই অনুমান করা যায়, যথেষ্ঠ যত্ন নিয়ে লিখাটি তৈরি হয়েছে। আমার অতীত বিশ্বাস এখনও অটুট … আপনি আপনার লিখনীর এই ধারায় নিজেকে সামর্থবান গড়ে তুলতে পেরেছেন। সার্থক হে কবি। অভিনন্দন সহ শুভেচ্ছা জানবেন।
loading...
দোয়ার আবেদন রইল।
loading...
খুব ভালো লাগল।
loading...
আপনার মন্তব্য পেয়ে আমারও বেশ ভালো লাগলো।
loading...
প্রাণোচ্ছল ভাষায় প্রকাশ করেছেন।
loading...
ভালো লাগলো।
loading...