স্রষ্টার রূপ

15713

আমি জানতাম আমাকে নাস্তিক ট্যাগ দেয়া হবে,
তবু আমি তোমাদের ওয়াজ মাহফিলগুলিকে
রঙ্গমঞ্চ আর কুৎসা রচনার আখড়া বলি,
ওখানে চিৎকার চেচামেচি ছাড়া কিছুই শুনি না।
তোমরা আজকাল বড় বেশি
ইউটিউবের ওয়াজগুলো ইনবক্স কর-

আমি জানতাম আমাকে মুরতাদ ট্যাগ দেয়া হবে,
তবু আমি কোন মানুষকে নূরের তৈরি বলি না,
মাজারগুলি নৈতিক অধঃপতনের সূতিকাগার বলি
‘ইয়া নবী’ ‘ইয়া নবী’ যে গান গাও
সে গান গাওয়া প্রত্যাখান করি।
তোমরা আজকাল বড় বেশি
আশেক হওয়ার আহ্বান করো-

আমি জানতাম আমাকে মোল্লা ট্যাগ দেয়া হবে
তবু মহাবিশ্বের প্রতিটি জড় আর জীবনের
একজন স্রষ্টাকে দেখতে পাই,
আমি পাতার গঠন মনদিয়ে দেখি,
কোষগুলোর ভিতরে জ্ঞানের আলো ঢালি
উদ্ভিদ প্রণীর পারস্পরিক আদান প্রদানে
গ্রহ নক্ষত্রের বিশলতায় আর শৃঙ্খলায়
মস্তিষ্কের পরতে পরতে বিশাল কর্মকাণ্ডে
জ্ঞানের ছড়াছড়ি দেখে স্তম্ভিত হয়ে যাই
তোমরা আজকাল বড় বেশি
বিজ্ঞান বিজ্ঞান বলে চেচাও-

আমি জানি আমাকে উদাসীন কবি ট্যাগ দেয়া হবে
তবু পাতার মর্মর ধ্বণিতে অপার্থিব স্পন্দনে কাপি,
বসন্তের ফুল আনন্দের স্ফূলিঙ্গ ছড়ায়ে
হাসতে হাসতে ঝরে পড়তে দেখি-
পূর্ণিমার জোৎস্নার ময়াবী আলোর ঝিলিক
দিনের আলোয় খুশিতে মিলায়-
ভাবি, আমিও তাদের মতো জীবনের আলোয় ফোটে
তাতা থৈথৈ তাতা থৈথৈ করে খুশিতে সৃষ্টিতে
নাচতে নাচতে হারিয়ে যাব কালের আবর্তে-
কোন এক সময়ের প্রান্তরে
মহান স্রাষ্টার রূপ দেখতে জেগে উঠবো জেনে।
তোমরা আজকাল বড় বেশি
কাব্যহারা ছন্দহারা অভাগা হয়ে যাচ্ছো-

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ১টি) | ৪ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ১১-০২-২০২১ | ১৩:৫৬ |

    মনোমুগ্ধকর   লেখনী। 

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ১১-০২-২০২১ | ১৯:২৭ |

    সুন্দর এবং পরিচ্ছন্ন কবিতা। অভিনন্দন সহ শুভেচ্ছা প্রিয় কবি মি. আবদুল মালেক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  3. মামুন : ০৭-০৫-২০২১ | ১২:৫৩ |

    আমি জানতাম আমাকে মুরতাদ ট্যাগ দেয়া হবে,
    তবু আমি কোন মানুষকে নূরের তৈরি বলি না – অসাধারণ লাগলো!

     

    সুন্দর লিখেছেন। অভিনন্দন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...