দম মারো দম, তখন টানি হরদম, জয়বাবা ফেলুনাথ
আমার শরৎ সাদা মেঘলা আকাশে তুমি পুর্ণিমার চাঁদ
চার তলার ছাদ বরাবর তোমার পঞ্চম তলার বারান্দা
চোখর হাসির বাধ ভাঙ্গে, হাতের আঙুলে করি ইশারা
মন যদি মন ছুয়েছে, প্রেম সাগরে ডুবতে কেন দেরী
তেমার জন্য মরতে পারি, কসম খোদার, তুমি আমার সুন্দরী!
নির্ঘুম সারা রাত, এক শব্দ লিখে দুই শব্দ কাটি
একে একে লিখে ফেললাম চার পাতার চিঠি
সেই চিঠিখানি বারান্দাতে যেই ছুড়েছি
বুঝতে পরলাম প্রথম দিনেই বড় ভুল যে করেছি
চিঠি পরেছে তোমার মায়ের হাতে! থোরা কেয়ার করি-
তোমার জন্য মরতে পারি, কসম খোদার, তুমি আমার সুন্দরী।
তোমার বড় ভাই, মস্তানীতে জুড়ি নাই, কাঁপে লোকে
বীর পুরুষের কলিজা, জুটল সহসা, নিরিহ এই বুকে
গাছে বেধে, সকলে একসাথে, মারল কিল-কুনি-ঘুষি
রক্তমাখা ঠোটে, বলছি অকপটে, তবু ভালোবাসি!
মার খেয়েছি বেশ করেছি, যাইনি তোমায় ছাড়ি
তোমার জন্য মরতে পারি, কসম খোদার, তুমি আমার সুন্দরী।
loading...
loading...
অপূর্ব ভাষার গাঁথুনি।
loading...
ধন্যবাদ।
শব্দনীড়ে মুরব্বি ভাইয়ের সাথে যে কজন সক্রিয় ভুমিকা রাখছেন তাদের অন্যতম আপনি। এখানে পোষ্ট দিয়ে প্রতিটি পোস্টে মন্তব্য করে যাচ্ছেন।
আমি লেখা পোস্ট করছি। অনেক সময় পুরাতন লেখা দিচ্ছি। কিন্তু মন্তব্য করতে পারছি না।
এক সময় শব্দনীড় জমজমাট ছিল। আমি প্রথম থেকেই মুরব্বি ভাইয়ের সাথে আছি। থাকব ইনশাল্লাহ।
শুভ কামনা আপনার জন্য।
loading...
আপনার লিখা পড়ে এতোটাই মুগ্ধ হতে হয় যে, মনেই থাকেই না … আসলে এই লিখাটি আগে পড়েছিলাম কিনা। কেননা এই সিরিজের সব কয়টি লিখাই অসাধারণ।
loading...
মুরব্বি ভাই
আসলে আমার যত প্রেমের কবিতা আছে সবগুলো একত্রিত করে একটা কবিতার বই করার সিদ্ধান্ত নিয়েছি। সবগুলি লেখা তাই এডিট করে এখানে পোষ্ট দিচ্ছি।
কিছু নতুন কবিতা লিখেছি। সব মিলিয়ে চার ফর্মার বই হবে। এর প্রচার আর প্রসারে আপনার সহযোগিতা কামনা করছি।
loading...
জ্বী স্যার। আপনাকে ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেবার জন্য। আমিও বুঝতে পারছি যে, আপনি কিছু একটা প্রয়াশঃ নেবার চেষ্টা করছেন। ইনশাল্লাহ সার্থক হবেন।
loading...