কষ্ট

নিয়ে কষ্ট ঝোলা, ডাকে ফেরিয়লা-পুব রাস্তা ধারে
বসে বসে ভাবি, আছে অভাবী আজব এ সংসারে
কষ্ট কিনতে চায়! চুপি চুপি সুধায়- “এসো ভাই
ফুরিয়ে গেছে সব কষ্টের কলোরব কষ্ট নাই?”
ছেলে মেয়েরা, গুটিয়ে বই পড়া বারবার চায়
তাদের কষ্ট চাই, উপায় নাই- কষ্টরা কোথায়!
এসব হবে নাকি? গিয়ে দেখি কষ্টের ফেরিয়লা
এনেছে এমন এতো আয়োজন ডাকে মনভোলা!

নানান কষ্ট লাল নীল নষ্ট দেখতে পেয়ে ভাবি
চাপা ঘাসে সাদা আনে একগাদা- আসল এ সবি?
ফেরিয়লার ঝোলা হলে খোলা কপাল পুড়া গন্ধ
একেবারে আসল, নয় কিছু ছল- কাটলো দ্বন্ধ
কে দেবে পুষ্ট তার মত কষ্ট বলছে বারবার
হৃষ্টপুষ্টগুলি রেখেছে ঝুলি বাহারি কারবার!
আমায় দেখে হেসে, বলে অবশেষে – “শব্দ কান্ডরী
নাও কিনে কিছু ছুটিয়া পিছু কেন করছ দেরি।”

“শব্দ এমন হৃদয়ে হরদম তোলে তোলপাড়
প্রকাশের যাতনা অগ্রন্থিত কামনা হাহাকার
আনন্দ উচ্ছ্বাস অযত্ন পরিহাস উঠবে ভাসি
আকারে সরব করবে কলোরব ফুটাবে হাসি
কবুতরের ডাক,কালো কাক, লাল রক্তকরবী
শিশির পতন, বাতাস, বন চিত্রিত হয় সবি
কষ্ট হতে, নাও ভরে দুহাতে-ওরে চিত্র দিশারী
চিত্ররূপ হবে যে অপরূপ তবু করছ দেরি?”

“যা স্মরণীয়, বহু বরণীয় বোধগুলো দুঃখের”
ফেরিয়লা আমায় বলে যায়-“বেলা হয়েছে ঢের
অলংকারে মুগ্ধতা চারিধারে যদি ছড়াতে চাও
কাছে এসে স্তব্ধতা ভালোবেসে কষ্ট কিনে নাও।”
শুধাই বারবার থাক সংসার সব নিব কিনে
মাল গাড়িতে নিব দুহাতে ফিরব না দুঃখহীনে
কান্ড একি! ঝোলাতে নাই বাকি, এখন কি যে করি!
কখন চুপিসারে সব কষ্ট নিয়ে চলে গেছে সুন্দরী!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ২৬-০৯-২০২০ | ২১:৩৩ |

    খুব সুন্দর লেখা।অপার মুগ্ধতা রাশি রাশি।

    GD Star Rating
    loading...
  2. আলমগীর সরকার লিটন : ২৭-০৯-২০২০ | ১৭:০৭ |

    চমৎকার এক ভাবনার প্রকাশ করেছেন কবি দা অনেক শুভ কামনা

    GD Star Rating
    loading...
    • ফকির আবদুল মালেক : ২৭-০৯-২০২০ | ২১:৪৬ |

      চমৎকার ভাবনার প্রকাশই তো কবিতা।

      ধন্যবাদ।

      GD Star Rating
      loading...
  3. মুরুব্বী : ২৭-০৯-২০২০ | ১৯:২০ |

    কষ্ট শিরোনামীয় কবিতাটিকে একেবারে অসাধারণ একটি মাত্রায় নিয়ে গেছেন স্যার।
    পড়লাম এবং অভিনন্দন রইলো আপনার জন্য। শুভ সন্ধ্যা।

    GD Star Rating
    loading...
    • ফকির আবদুল মালেক : ২৭-০৯-২০২০ | ২১:৫০ |

      বুঝতে পারছি অনেক পুরানো ধাচের ছন্দ হয়ত আপনার পছন্দ হয় নাই। তবে পরীক্ষা করে দেখলাম পারি কিনা।

      ১৮ মাত্রায় অন্তমিল রেখে লেখার চেষ্টা করেছি।
      ছন্দ মাত্রা ঠিক আছে।
      কবিতা হয়ত হয়ে উঠেনি।

      GD Star Rating
      loading...
  4. রিয়া রিয়া : ২৭-০৯-২০২০ | ২১:৫২ |

    ফেরিয়লার ঝোলা হলে খোলা কপাল পুড়া গন্ধ
    একেবারে আসল, নয় কিছু ছল- কাটলো দ্বন্ধ
    কে দেবে পুষ্ট তার মত কষ্ট বলছে বারবার
    হৃষ্টপুষ্টগুলি রেখেছে ঝুলি বাহারি কারবার!

    এই জায়গাটি আমার ভীষণ পছন্দ হয়েছে কবি দা। কপি করে রাখলাম। নমস্কার।

    GD Star Rating
    loading...
  5. নিতাই বাবু : ২৭-০৯-২০২০ | ২৩:২৭ |

    শুধাই বারবার থাক সংসার সব নিব কিনে
    মাল গাড়িতে নিব দুহাতে ফিরব না দুঃখহীনে
    কান্ড একি! ঝোলাতে নাই বাকি, এখন কি যে করি!
    কখন চুপিসারে সব কষ্ট নিয়ে গেছে সুন্দরী!

    কথায় আছে, “শেষ ভালো যার, সব ভালো তার!” আমি শেষেই রয়ে গেলাম, শ্রদ্ধেয় কবি দাদা।

    GD Star Rating
    loading...
    • ফকির আবদুল মালেক : ২৮-০৯-২০২০ | ১২:১৭ |

      শেষটা ভালো হলেতো তা সত্যি ভালো।

      আপনার মতামত জেনে ভালো লাগছে।

      সতত শুভকামনা রইল।

      GD Star Rating
      loading...