এই নির্জনে

এই নির্জনে

বাইরে ঝিমঝিম পড়ন্ত দুপুর।
ভারী নির্জন, নিরিবিলি কোমল রোদে ঝলমলে।
বারান্দায় ওপরের কড়ি বর্গায়
নানান জাতের পায়রারা ডেকে ওঠে।
পড়ন্ত দুপুরে পায়রার গদগদ স্বরের ডাক এক অদ্ভুত মায়া জন্ম লয়।

শব্দের কি কোন আকার আছে?
শব্দরা সম্ভবত নিরাকার।
তবু পায়রার বুকুম বুকুম
শব্দের আকার গোল মনে হয়,
তুলোর বলের মত গোল।

স্টিমারের হুইছালের শব্দ কি সরু ও দীর্ঘ মনে হয়!
সেতারের ঝনৎকার যেন বহুবর্ণ আগুনের ফুলঝুরি।
এজরাসের ছড় টানলেই মনে ভেসে ওঠে
তন্তুজালের মত আকৃতি,
অদৃশ্য এক মাকড়সা অদ্ভুত দ্রুতলয়ে বুনে চলছে।

পায়রারা গদগদ শব্দে এ কী কথা কয়?
ধ্বনিগুলোকে পরস্পর আলিঙ্গনে জড়িয়ে নিয়ে
ক্রমাগত বুনন চলায় মাকড়শার মতো,
তাতীবাড়ির একটানা ঠকঠককের মতো,
কাঠঠোকরার একটানা ঠোকরের মতো,
সেতারের ঝনৎকারের ফুলঝুরির মতো
এজরাসে ছড় টানার ঐক্যতান মতো
বুকুম বুকুম স্বরে আপ্লুত হতে থাকা পায়রারা
ভালোবাসার কথা কয়?

যারে পায়রা যারে দূরে উড়ে উড়ে
এই নির্জনে তোদের দেখে সুন্দরীরে বড় মনে পড়ে!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৩ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৩-০৯-২০২০ | ১৮:৪২ |

    সত্য কবিতায় যে নন্দিত সৌন্দর্য্য লুকিয়ে থাকে; তারই শাব্দিক প্রতিফলন আপনার কবিতায় খুঁজে পাওয়া যায়। অভিনন্দন প্রিয়বরেষু ফকির আব্দুল মালেক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • ফকির আবদুল মালেক : ২৪-০৯-২০২০ | ৬:২৮ |

      ধন্যবাদ দিলে আপনাকে খাটো করা হয়। এই ব্লগের প্রতি, ব্লগারদের লেখার প্রতি আপনার যে মনোযোগ আর প্রতিটি লেখার মন্তব্য করে যাচ্ছেন,  এ কেবলমাত্র গভীর ভালোবাসা থাকলে সম্ভব। 

       

      আপনার প্রতি রইল গভীর শ্রদ্ধা ও গভীর ভালোবাস। 

      আপনার সুস্থতা  আর দীর্ঘায়ু কামনা করি।                

      GD Star Rating
      loading...
      • মুরুব্বী : ২৪-০৯-২০২০ | ৯:৩৪ |

        আপনার প্রতিও রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

        GD Star Rating
        loading...
  2. রিয়া রিয়া : ২৩-০৯-২০২০ | ১৯:৪৪ |

    অশেষ মুগ্ধতা র'লো প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
    • ফকির আবদুল মালেক : ২৪-০৯-২০২০ | ৬:২৯ |

      আপনার মুগ্ধতা আমাকে বিমোহিত করেছে। 

       

      আপনার প্রতি সতত শুভকামনা।    

      GD Star Rating
      loading...
  3. ফয়জুল মহী : ২৩-০৯-২০২০ | ২০:০৮ |

    সুন্দর উপস্থাপনা  ,অন্তহীন শুভকামনা।

    GD Star Rating
    loading...
    • ফকির আবদুল মালেক : ২৪-০৯-২০২০ | ৬:৩০ |

      আপনার প্রতি রইলো অনেক অনেক শুভকামনা।        

      GD Star Rating
      loading...
  4. নিতাই বাবু : ২৩-০৯-২০২০ | ২২:৫২ |

    আপনার কবিতায় মুগ্ধতা রেখে গেলাম। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।        

    GD Star Rating
    loading...
    • ফকির আবদুল মালেক : ২৪-০৯-২০২০ | ৬:৩১ |

      মুগ্ধতা রেখে কোথায় গেলেন। 

       

      শুভকামনা আপনার প্রতি।     

      GD Star Rating
      loading...
  5. আলমগীর সরকার লিটন : ২৪-০৯-২০২০ | ১০:২৯ |

    বেশ ভাবনাময় প্রকাশ কবি দা

    GD Star Rating
    loading...
  6. মিতা : ২৪-০৯-২০২০ | ১৩:৪৩ |

    একটু আগে পায়রা দেখে এলাম ,শব্দনীড়ে লগিন করেই পায়রা আশে কবিতায়! আজ দিন আমার ভালো যাবে । 

    GD Star Rating
    loading...