কবিদের জগতটা আলাদা। যখন রাত্রির মৃত্যু নেমে আসে সমস্ত চরাচরে, গভীর আধার এব ভর করে. পৃথিবীর তীব্র আলোচ্ছটা হারিয়ে যায়, হয়তবা চন্দ্রিমার কোমল আলো এক যাদুকরী মমতায় ঢেকে দেয় পৃথিবীর প্রান্তর, কিম্বা ভোরের প্রস্ফুটিত আলোয় শিশুর মতো প্রাণবন্ত থাকে পৃথিবী, তখন কবিদের হৃদয়ে এক একটা ধারণা নিক্ষেপ করে প্রকৃতি, তখন শব্দ তুলিতে যে চিত্র আকা হয়ে যায় তা হয়তবা মিথ্যার আবরনে ঢাকা থাকে, থাকে কোন উপমার চিক্রকল্প, হয়ত কোন স্মৃতির মনিকোটায় কোন দৃশ্য সুপ্তাবস্থা হতে সামনে চলে আসে জনসমক্ষে কিন্তু তা সমকালীনকে নিয়ে যায় চিরকালীনের দ্বার প্রান্তে। এক অতীন্দ্রিয় অনুভুতির তীব্র যন্ত্রনায় কবি কাপতে থাকে। সাধারনেরা অনেক সময় তাই তাদের কর্মকান্ড বুঝে উঠতে পারে না —-
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
এক অতীন্দ্রিয় অনুভুতির তীব্র যন্ত্রনা। কবি অনুভূতি এখানেই প্রিয় বন্ধু।
loading...
এটা প্রকৃত কবির অবস্থা, আমাদের মতো ব্লগ আর ফেসবুকিয় কবিদের নয়।
ধ ন্য বা দ।
loading...
কবিদের অনুভূতি ব্যক্ত হয়েছে কাব্যিক গদ্যে।
ঠিক একই ধরনের অনুভুতির কথা পড়ে ছিলাম আল মাহমুদের কোন সাক্ষাৎকার বা কোন লেখায়, এখন ঠিক মনে পড়ছে না।
আমি কবি না। কবিতার পাঠক। তবু মনে হয় কবিদের অনুভূতি তো এমনই।
অজস্র শুভেচ্ছা নিবেন প্রিয়।
loading...
আল মাহমুদ বাংলাভাষার অন্যতম কবি। তার ভাবনাকে সম্মান করি সব সময়।
এ অংশটুকু আমি আমার লেখা মিনি উপন্যাস জন্মান্ধ প্রেমাঞ্জলি হতে নেয়া। ভাবছি আস্তে আস্তে লেখাটি পোষ্ট করব। একজন না দেখা কবিকে নিয়ে তার এক ভক্ত সুন্দরীর নানা বিচিত্র কর্মকান্ড নিয়ে লেখা। দু-একজন ছাড়া পাঠক পাব না জানি তবু পোষ্ট করব।
ধ ন্য বা দ
loading...
এক অতীন্দ্রিয় অনুভুতির তীব্র যন্ত্রনায় কবি কাপতে থাকে। সাধারনেরা অনেক সময় তাই তাদের কর্মকান্ড বুঝে উঠতে পারে না ।
এই জন্যই কবিরা বার বার হোঁচট খায় অথচ পথ চলা থামাতে পারেনা, থামায় না।
সালাম নিন প্রিয় মালেক ভাই
বোধ ও ভাবের প্রতি একাত্মতা রইল।
loading...
জি তাই।
এই জন্যই কবিরা বার বার হোঁচট খায় অথচ পথ চলা থামাতে পারেনা, থামায় না।
loading...
মুগ্ধ। শুভ কামনা।
loading...
আপনার মন্তব্যে আমিও মুগ্ধ।
ধ ন্য বা দ
loading...
এ এক পাগলের প্রলাপ। মালেক ভাই এই জন্যেই বলে কবিরা পাগল হয়। আসলে পাগল না হলে এমন অনুভুতি আসতে পারে না আর কবিতাও কেও লিখতে পারে না।
আমার এতদিনের সঞ্চিত মনের কথাগুলি সুন্দর সাবলীল ভাবে লিখে দিয়েছেন।
সঞ্চালক মহোদয়ের প্রতি অনুরোধ এই অমূল্য পোস্টটি স্টিকি করার জন্য।
loading...
এত প্রশংসামূলক মন্তব্যে জন্য অসংখ্য ধ ন্য বা দ।
পোষ্টটি স্টিকি করলে সঞ্চালকের স্ক্রু নিয়ে প্রশ্ন উঠবে না তো—!!!
loading...