দূরে কাছে, দেশে বিদেশে যে যেখান থেকে এই আয়োজনটিতে চোখ রাখছেন তাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ। গত পর্বে আপনারা বিজ্ঞাপন নিয়ে নানা কথা বলেছেন, তা আপনারা বলতেই পারেন। সে আপনারা যে যা বলেন না কেন, আয়োজনটি চলবে একটানা বিরতিহীন। তাই বলে ভাববেন না যে গেদু কোন বিজ্ঞাপন অনুষ্ঠানে যাবে না, এটা তার পুরানো অভ্যাস। রাস্তার ফুটপাতে যে ঔষধ বিক্রির মহড়া চলে সেখানে সে প্রায় দাড়িয়ে যায়। হা ভাই বোন বন্ধুরা আসুন শুনি আসি মজমার হালচিত্র।
ঔষধ বিক্রেতা বলছেন-
তবে জনাব এইখানে যারা দাড়ায়া আছেন তারা হলপ কইরা বলতে পারবেন যে, আপনারা কেউ দুইটা রোগে কোনদিন ভোগেন নাই? কি মিয়ারা কতা কন না কেন? দুইটার মধ্যে একটা হইল গিয়া চিপার ভিতর চুলকানি, গুড়া কৃমির খাওজানি। পোলাপান লাগাও তালিয়া। আরে সাবাস, এইতো জোরে জোরে, সাব্বাস বেটারা সাব্বাস।
এইবার বাচ্চালোক তোমরা একটু দূরে যাও। যাও যাও। শাবাস। এইতো বাচচ্চারা কতা শুনে।
তবে জনাব ছোড কাল থেকে এদিক ওদিক উপরে নিচে এতবেশি অজায়গায় কুজাগায় তাকাইছেন যে নানা রকম কুঅভ্যাসে নিজের শক্তি এত ক্ষয় করেছেন যে আজকে জায়গা মতো নিজের শক্তি দেখাইতে পারতাছেন না।
তবে জনাব আমি আছি আপনাদের চিন্তার কোন কারণ নাই। কামরুকামাক্ষা থেকে কংশ গাছের পাতার লগে চুতরা গাছের শিকর মিশাইয়া, পঞ্চপদী গাছের ছাল গুইট্টা এই দুই রোগের মহা ঔষধ বানাইছি। তবে জনাব আজকে নিতে হইব না সেম্পল হিসাবে একটু খাইয়া যান।
গেদু উত্তেজিত হয়ে বলল, তোমার এই ইয়ে কত খাইছি।
লোকটি আরও উত্তেজিত হয়ে বলন, শুইন্না খুশি হাইলাম আপনার মত ভদ্রলোক আমার মত ছোটলোকের ইয়ে খাইছেন। তবে জনাব সেম্পল হিসাবে আপনারা আজকে শুধু দেইখ্খা যান।
গেদু বলল, তোমার এই ইয়ে কত দেখচি।
লোকটি এবার ভীষণ উত্তেজিত হয়ে বলল, এইবার আপনে আমার ইজ্জতের উপর হামলা করলেন, ঐ মিঞা দেখলে আপনে আপনার পরিবারের ইয়ে দেখছেন আমার ইয়ে কবে দেখছেন বইল্লা যান।
গেদু দিল দৌড়। দে দৌড় দে দৌড়।
প্রিয় ভাই বোন বন্ধু এই দিকে এই মজমা থেকে গেদুর পালানো যেমন সত্য, অন্যদিকে অশ্লীলতার দায়ে অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করতে টাক মাথার এক ভদ্রলোক এদিকে আসছেন সেটাও মিথ্যা নয়। যারা এই তাকে চিনেন তারা তাকে একটু জানিয়ে দিয়েন, তিনি ভদ্রলোক তাই বলে আমি অভদ্র হইব না কেন?
আজকে আসি। অশ্লীলতার দায়ে অনুষ্ঠাব ব্যান করে না দিলে আবার দেখা হবে।
আল্লাহ হাফেজ।
loading...
loading...
গেদুর কপাল ভাল কইতে অইব, লোকটা যে গেদুর ইয়ে দেখতে চায়নি। লোকটা মহানুভব বটে, নইলে কইত, আমার ইয়ে দেখবা আর আমি তুমার ইয়ে দেখব না, মারো টান।
খুল যা সিম সিম এর দীর্ঘায়ু কামনা করি স্যার।
loading...
তবে জনাব যতই খুল যা সিম সিম এর দীর্ঘায়ু কামনা করেন কেন গেদুরে তো চিনেন না, কখন যে সে কাকে খুলে ফেলে তা কিন্তু বলা যাবে না। তো খুব খেয়াল, সামনে ——-
loading...
বুঝতেছি গেদু যে কখন কারে খুলে ফ্যালে!! তা খুলুক যখন খুশি যারে। তবুও খুল যা সিম সিম আর গেদু দুজনার দীর্ঘায়ু কামনা করি।
loading...
গেদু গেদু গেদু গেদু গেদু। চলুক গেদু’র খুল্ যা সিম্ সিম। দেখি গেদু কি দেখে !!
loading...
মুরব্বী বলেছেন গেদু ভাই
অনুষ্ঠান চলতে বাধা নাই।
গেদুরে তো চিনে না, কখন যে কারে খুলে——-
loading...
loading...
গেদু কাহার কাহিনী চলছে, চলবে।
কোন সন্দেহ নাই, কোন বাধা মানি না!
loading...
গেদু কাহার কাহিনী চলছে, চলবে।
কোন সন্দেহ নাই, কোন বাধা মানি না!
loading...
পড়লাম। খুবই ভালো লাগলো। শুভ কামনা।
loading...
জাইন্না খুশি হইলাম আপনার মতো কবি এসব বস্তাপচা পোষ্ট পড়েছেন। তা পড়েছেন বেশ করেছেন, কোন জায়গাটায় ভালা পাইছেন তা কিন্তু বইল্লা গেলেন না।
যাউগ্গা আইছেন যখন এই নিন গেদু শুভেচ্ছা
loading...
গেদু কাহিনী,,,,,,,বেশ চলুক কবি ভাই,,,,,,,,,,,,,,
loading...
বলছেন যখন বেশ চলুক গেদু ভাই
সংগে কিন্তু থাকা চাই, থাকা চাই।
loading...
আমি বাচ্চা মানুষ তাই দৌড় দিলাম…………।
loading...
এটা বড়দের পোষ্ট ববাবা, বেশ করেছো দৌড় দিয়াছো। কিন্তু খুব খেয়াল গেদু কিন্তু বদের হাড্ডি বদ, যে কোন সময় সব খুলে দিতে পারে।
loading...
খুল যা সিম সিম….
সিম যদি খুলে যায় তাহলে ফোন করবো কি ভাবে…হাহাহা
দারুন লিখেছেন।
ভালো থাকবেন
loading...
সিম খুলে গেলে কিভাবে কথা বলবেন!! তাইতো ভাবি নি আগে। ভাবব।
ভাল থাকব? চেষ্টা করব। ধন্যবাদ।
loading...